promotional_ad

বাংলাদেশ সিরিজের আগে বাবরদের ফিটনেস নিয়ে খোঁচা ওয়াসিমের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে উদাসীনতা নতুন কিছু নয়। কদিন পর পরই বাবর আজম-মোহাম্মদ রিজোওয়ানদের ফিটনেস নিয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয়। এমনক?? ক্রিকেটারদের ফিটনেসকে যেন অগ্রাধিকার না দেয়া হয় সেই ব্যবস্থাও করেছিলেন পাকিস্তানের অধিনায়ক-কোচরা।


সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। এই দুই বিশ্ব আসরেই পাকিস্তান দলের ব্যর্থতার অন্যতম কারণ ধরা হয় ক্রিকেটারদের যথেষ্ট ফিটনেস না থাকা। কদিন পরেই পাকিস্তান দল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে।


এর আগে পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক পেসার ওয়াসিম আকরাম। তিনি মনে করেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সারা বিশ্ব দেখেছে বাবর-রিজওয়ানদের ফিটনেস কোন পর্যায়ে আছে।


তিনি বলেন, 'আমি এখনও এই বিষয়ে খুব বেশি কথা বলিনি এবং আমার কাছে ভেতরের কোনো খবরও নেই। আমি দুই বছর আগেই জানতাম ক্রিকেটাররা ফিটনেসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। বিশ্বকাপের সময় পুরো বিশ্ব দেখেছে আমাদের ক্রিকেটারদের ফিটনেস সত্যিকার অর্থে কতটা ভালো।'



promotional_ad

৯০ এর দশকে ফিটনেস নিয়ে কোনো কড়াকড়ি ছিল না। তবুও ক্রিকেটাররা চেষ্টা করতেন নিজেদের যতটা সম্ভব ফিট রাখতে। বিশেষ করে জুনিয়র ক্রিকেটাররা অনুসরণ করতেন সিনিয়র ক্রিকেটারদের। বিশেষ করে ওয়াসিম আকরামের সময় জাভেদ মিয়াদাদ-ইমরান খানদের ফিটনেস ছিল সবার জন্যই অনুসরণীয়। তাদেরকেই দেখে দেখে নিজেদের ফিটনেস ঠিক রাখতেন। ওয়াসিম জানিয়েছেন তিনি এখন ক্রিকেট খেললে ফিটনেস নিয়ে অনেক জ্ঞান থাকত তার।


এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, 'আমি যদি এখন ক্রিকেট খেলতাম আমার ফিটনেস নিয়ে অনেক জ্ঞান থাকত, এটাই সাধারণ ব্যাপার। আমরা যখন ক্রিকেট খেলতাম ফিটনেস নিয়ে এতো তথ্য পেতাম না। তাই আমরা কেবল ইমরান খান, জাভেদ মিয়াদাদের মতো সিনিয়র ক্রিকেটাররা কী করছে তা অনুসরণ করতাম।'


কিছুদিন আগেই পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন হাফিজ। অভিযোগ করেছিলেন পাকিস্তান দলের ফিটনেস–সংস্কৃতি ধ্বংস করার জন্য সরাসরি বাবর আজম, সাবেক প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও সাবেক টিম ডিরেক্টর মিকি আর্থার দায়ী।


এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, ‘আমরা যখন অস্ট্রেলিয়ায় গেলাম (গত ডিসেম্বরে), খেলোয়াড়দের বললাম নিজেদের ফিটনেসের যত্ন নিতে। আমি প্রশিক্ষকের কাছেও খেলোয়াড়দের ফিটনেস সম্পর্কে জানতে চাইলাম। তিনি আমাকে একটি বিস্ময়কর কথা শোনালেন। জানালেন, ছয় মাস আগে ক্রিকেট পরিচালক (মিকি আর্থার), প্রধান কোচ (গ্রান্ট ব্র্যাডবার্ন) ও অধিনায়ক (বাবর আজম) তাঁকে বলেছিলেন, খেলোয়াড়দের ফিটনেসকে অগ্রাধিকারের তালিকায় রাখার দরকার নেই। (সে সময়) ফিটনেস পরীক্ষা বন্ধ করতেও বলা হয়েছিল এবং তাঁরা যেভাবে চান, সেভাবে খেলতে দিতে বলেছিলেন।’


সেই সময় পাকিস্তানের ক্রিকেটারদের চর্বির মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে দেড় থেকে পৌনে দুই গুণ বেশি। যা একজন স্পোর্টসম্যানের জন্য একেবারের অনুপযুক্ত। অনেকেই ক্রিকেট খেলার মতো অবস্থাতেই ছিলেন না। অনেকেই দুই কিলোমিটারও দৌড়াতে পারেননি। সেই বাবর এখনও পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক হিসেবে বহাল আছেন। লাল বলের ক্রিকেটেও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই ফিটনেস নিয়ে এখনও থেমে নেই সমালোচনা।



হাফিজ সেবার বলেছিলেন, ‘(অস্ট্রেলিয়া সফরে) যখন খেলোয়াড়দের চর্বির মাত্রা পরীক্ষা করা হয়েছিল, তখন তাদের সবার ত্বকের ভাঁজ স্বাভাবিক সীমার চেয়ে দেড় থেকে পৌনে দুই গুণ বেশি ছিল। তারা খেলার অযোগ্য ছিল এবং স্ট্যামিনা পরীক্ষার জন্য যখন তাদের ট্রায়াল দিতে বলা হতো, কেউ কেউ ২ কিলোমিটারও দৌড়াতে পারেনি। ৬ মাস আগে নেওয়া সেই সিদ্ধান্ত ফিটনেসের জন্য নির্ধারিত সব মানদণ্ডকে ধ্বংস করেছিল। ফিটনেস যদি এমন হয়, তাহলে আপনি পরাজয়ের মুখোমুখি হবেনই।’


টেস্টকে ধরা হয় ক্রিকেটের সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চ সেখানে পারফর্ম করতে ক্রিকেটারদের ফিটনেস থাকা সবচেয়ে জরুরী। সীমিত ওভারের ক্রিকেটে মাসল পাওয়ারের জোরে অনেক সময় পাড় পাওয়া যায় তবে টেস্ট খেলতে হয় মানসিক আর শারীরিক দক্ষতার জোরে। যে জায়গায় অনেকটাই পিছিয়ে বাবর আজমরা। এখন দেখার বিষয় সেই সমস্যা কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করতে পারেন কিনা তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball