দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে গায়ানা টেস্টের নিয়ন্ত্রণে প্রোটিয়ারা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
গায়ানা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৬০ রানে অল আউট হয় সাউথ আফ্রিকা। জয়াবে ৯৭ রানেই ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আর মাত্র ৪৭ রান যোগ করেই তারা অল আউট হয়েছে ১৪৪ রানে।
ওয়েস্ট ইন্ডিজের এমন রানের পেছনেও বড় অবদান আছে জেসন হোল্ডারের। এই অলরাউন্ডার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ রান করে। শেষ উইকেটে শামার জোসেফকে নিয়ে হোল্ডার যোগ করেছেন ৪০ রান। আর তাতেই দেড়শ ছুঁই ছুঁই সংগ্রহ পায় ক্যারিবীয়রা।

উইয়ান মুল্ডার ৪টি, নান্দ্রে বার্গার ৩টি উইকেট নিয়েছেন। ২টি উইকেট পেয়েছেন কেশভ মহারাজ। আর একটি উইকেট গেছে কাগিসো রাবাদার ঝুলিতে। ১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের শাসন করছে প্রোটিয়ারা।
তারা দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ২২৩ রান নিয়ে। তারা এগিয়ে আছে ২৩৯ রানে। প্রোটিয়াদের হয়ে উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরেইনে অপরাজিত আছেন ৭১ বলে ৫০ রান করে। ৬৬ বলে ৩৪ রান করে অপরাজিত থেকে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন উইয়ান মুল্ডার।
লিড নিয়ে খেলতে নেমে দারুণ শুরু পায় সাউথ আফ্রিকা। ওপেনিং জুটিতে টনি ডি জর্জি ও এইডেন মার্করাম যোগ করেন ৭৯ রান। জর্জি ৩৯ রান করে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন মার্করাম। দ্বিতীয় উইকেটে ট্রিস্টান স্টাবসকে নিয়ে আরও ৪১ রান যোগ করেন এই প্রোটিয়া ওপেনার।
মার্করাম ফিরেছেন ৫১ রান করে। স্টাবস আউট হয়েছেন ২৪ রানে। এরপর দ্রুত টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম ফিরে গেলে কিছুটা চাপে পড়ে প্রোটিয়ারা। অবশ্য সেই চাপ দারুণভাবে সামলে নিয়েছেন ভেরেইনে ও মুল্ডার। দিন শেষে তাদের জুটি অবিচ্ছিন্ন আছে ৮৪ রানে।
আর তাদের ব্যাটেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই তিনটি উইকেট নিয়েছেন জেইডেন সিলস। আর দুটি উইকেট নিয়েছেন গুড়াকেশ মোতি। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রোটিয়াদের দ্রুত অলআউট করার বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে।