promotional_ad

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন জয়

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকেট করেসপন্ডেন্ট ||


পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ শেষ করে রাওয়ালপিন্ডিতে টেস্ট দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল মাহমুদুল হাসান জয়ের। আপাতত ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডিতে যাওয়া হচ্ছে না তরুণ এই ওপেনার। বরং চোটে পড়ায় পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না জয়ের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


মুশফিকুর রহিম, মুমিনুল হকদের মতো অভিজ্ঞরা ব্যর্থ হলেও প্রথম চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জয়। বাংলাদেশ যখন ড্র করার লক্ষ্য নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামে তখন উইকেটে দেখা যায়নি তাকে। প্রথম ইনিংসে জাকির হাসানের সঙ্গে জয় ওপেন করলেও দ্বিতীয় ইনিংসে এসেছিলেন এনামুল হক বিজয়।



promotional_ad

এরপর যথাক্রমে ব্যাটিংয়ে এসেছেন মুমিনুল, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানজিম সাকিবরা। তবুও জয়কে ব্যাটিংয়ে না দেখা যাওয়ায় শঙ্কা তৈরি হয় তাকে ঘিরে। পরবর্তীতে জানা যায়, প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে পড়েন তরুণ এই ওপেনার। যার ফলে আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।


অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগে মাঠে ফিরতে দেখা যাবে না জয়কে। যার ফলে অনুমেয়ভাবেই পাকিস্তানে সফরের দুই টেস্টে খেলা হচ্ছে না ডানহাতি এই ওপেনারের। জয়ের চোটে বিপাকে পড়তে হচ্ছে বাংলাদেশকে। সবচেয়ে বেশি ভাবনার কারণ ছন্দে থাকা জয়ের মতো কাউকে না পাওয়া। তিনি ছাড়াও অবশ্য ওপেনার হিসেবে স্কোয়াডে আছেন জাকির ও সাদমান ইসলাম।


যদিও সাম্প্রতিক পারফর‌ম্যান্সের বিবেচনায় একাদশে জায়গা পাঁকা ছিল জয়ের। পাকিস্তানে সফরে ৬৫ রানের ইনিংস খেলা এই ওপেনারের ভালো সময় কেটেছে অস্ট্রেলিয়াতেও। বাংলাদেশ হাই পারফরম্যান্সের (এইচপি) হয়ে পাকিস্তান শাহীনসের বিপক্ষে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছিলেন। প্রথম ইনিংসে ৬৯ রান করা জয় পরের ইনিংসে করেছেন ৬৫ রান।



ব্যাটিংয়ের পাশাপাশি বলে হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। পার্ট টাইম স্পিনার হিসেবে বল হাতে নেয়া জয় মাত্র ২১ রানে ফিরিয়েছিলেন পাকিস্তানের ৫ জনকে। উইকেটের তালিকায় আছেন শাহিবজাদা ফারহান, তৈয়্যব তাহির এবং ওমাইর বিন ইউসুফের মতো ব্যাটারের নাম। ২৩ বছর বয়সী পার্ট টাইম অফ স্পিনারের কল্যাণে ৫ রানে জিতে সিরিজে সমতা ফেরায় এইচপি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball