promotional_ad

৮০ শতাংশ ফিট, ভারত সিরিজ দিয়েই ফিরতে চান ইবাদত

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পেসারদের পথ চলতে হয় ইনজুরির সঙ্গে লড়াই করেই। যখনই নিজের সেরা ছন্দে থাকেন, তখনই হুট করে কালো মেঘের মতো আকাশটা অন্ধকার করে আসে ইনজুরি। ব্যতিক্রম হয়নি বাংলাদেশের ডানহাতি পেসার ইবাদত হোসেনের সঙ্গে। যখন ভক্ত সমর্থকরা এক আকাশ স্বপ্ন তখনই ইনজুরির করাল থাবায় লম্বা সময়ের জন্য ছিটকে যান মাঠের বাইরে। বছরখানেক আগে যেতে হয়েছে ডাক্তারের ছুরি-কাঁচির নিচে। এবার অবশ্য মাঠে ফিরতে উদগ্রীব এই পেসার। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরতে চান তিনি।


হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইবাদত পূরণ করছেন নিজের ছোট ছোট লক্ষ্যগুলো। এতেই তার মুখে বিশ্বজয়ের আনন্দের হাসি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় স্বাভাবিকভাবে কিছুটা বিষণ্ণ ইবাদত।



promotional_ad

দীর্ঘদিন ধরে ফেরার লড়াইয়ে থাকা এই পেসার বলেন, 'আজকে একটু রানিং করলাম। ফিটনেসের কাজ করলাম, ব্যাটিং করছি, তারপর লাস্টে বোলিং করলাম। বোলিং শুরু করেছি আমি এক দেড় মাস হলো, বোলিং ইন্টেন্সেটি আগে ৭০-৮০% ছিল, ওভাবেই আছে এখনও। ট্রেনার আমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছে শেষ দিকে এসে কী রকম বোলিং করা লাগে বা কী রকম ফিটনেস মেইনটেইন করা লাগে। ওইটাই ফলো করতেছি আপাতত। বোলিং ইন্টেসেটি ৮০% এর মতোই আছে। আশা করতেছি দুই-তিন সপ্তাহের মধ্যে যেন ফুল ইন্টেনসেটিতে বোলিং করতে পারি।'


'আমার লক্ষ্য আছে যেন ভারতের সঙ্গে খেলতে পারি। ভারতে যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে। ডিফেন্ড করতেছে যে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে, কতটুকু ইতিবাচক হবে। যেহেতু সামনে ভারত সিরিজ আছে, চেষ্টা করতেছি এর আগে যদি আমি টেস্ট ফিটনেসটা পেয়ে যাই। আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে ভারত সিরিজের আগে নিজেদের মধ্যে একটা ফোর ডে ম্যাচ খেলার, ওখানে সুযোগ পেলে জাজ করতে পারবো কতটুকু ফিট টেস্ট ম্যাচ খেলার জন্য।'


এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হয়নি বাংলাদেশের এই গতি তারকার। ইনজুরির থেকে ফেরার পর পেসারদের পুরোনো ফর্ম ফিরে পাওয়া নিয়ে একটা শঙ্কা থেকেই যায়।



সেক্ষেত্রে ইবাদতের গতির বাউন্স আর আগ্রাসন আগের মতো না থাকাটাই স্বাভাবিক। ইবাদত নিজেও কাজ করছেন বোলিংয়ের ছন্দ খুঁজে পেতে। পাশাপাশি নেটে ব্যাটিং অনুশীলনও চালিয়ে যাচ্ছেন তিনি।


ইবাদত আরও বলেন, 'এটা স্বাভাবিক এক বছর যেহেতু খেলার বাইরে। আমার বোলিং রিদমটা একটা ফ্যাক্টর। চেষ্টা করতেছি বোলিং রিদমটা খুঁজে পেতে। যে ইন্টেনসেটিতে বোলিং করতেছি এখন, আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আমার রিদমটা খুঁজে পাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে, এই সময়ে আমার সেকেন্ড স্কিল যেটা আছে, ব্যাটিং নিয়ে কাজ করছি। ফিল্ডিং সেটা নিয়েও কাজ করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball