promotional_ad

বাংলাদেশ সিরিজের ভেন্যু পরিবর্তন করল ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাঠে ২০২৪–২৫ আন্তর্জাতিক মৌসুম শুরু করবে ভারত। কদিন আগে ঘরের মাঠে হতে যাওয়া সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মৌসুম শুরুর মাসখানেক আগে অবশ্য সেখানে পরিবর্তন এনেছে তারা।


নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হওয়ার কথা ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। দিনক্ষণ ঠিক থাকলেও ধর্মশালার পরিবর্তে ৬ সেপ্টেম্বরের ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে।



promotional_ad

ধর্মশালার ড্রেসিংরুমের উন্নয়ন ও সংস্কার কাজের জন্যই এমন পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। ২০১০ সালের পর এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়াবে নবনির্মিত শ্রীমান মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। সবশেষ ২০১০ সালের ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলেছিল ভারত।


সেই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন শচীন টেন্ডুলকার। এবার সেখানে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এদিকে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১২ অক্টোবর। ভেন্যু হিসেবে আগের মতোই থাকছে দিল্লি ও হায়দরাবাদ।

বাংলাদেশের মতো ভেন্যুতে পরিবর্তন এসেছে ইংল্যান্ড সিরিজের ক্ষেত্রেও। প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতির কথা মাথায় রেখে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে ভেন্যু পরিবর্তন করার অনুরোধ করে কলকাতা পুলিশ। যার ফলে ২০২৫ সালে হতে যাওয়া সেই সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির ভেন্যুতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বিসিসিআই।


পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথম টি-টোয়েন্টির। পরের ম্যাচটি হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে নতুন সূচি অনুযায়ী প্রথম ম্যাচটি চেন্নাইয়ের পরিবর্তে কলকাতায় এবং দ্বিতীয় টি-টোয়েন্টি কলকাতার বদলে হবে চেন্নাইয়ে। সিরিজের বাকি ম্যাচের ভেন্যু একই থাকছে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball