promotional_ad

শান্তদের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সমান নিরাপত্তা দেয়ার পরামর্শ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে গেছে বাংলাদেশ দল। এই সফরে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সমান নিরাপত্তা দেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। মূলত আগামী বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।


এই টুর্নামেন্টে খেলতে আগে ভাগেই গড়িমসি শুরু করেছে ভারত। এমনকি আফগানিস্তানও নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশকে নজিরবিহীন নিরাপত্তা দিতে পারলে অন্য দলগুলো পাকিস্তানে যাওয়ার ব্যাপারে আশাবাদী হবে বলে মত বাসিত আলীর।



promotional_ad

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, 'চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। বাংলাদেশের পর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজও খেলতে আসবে। অবশ্যই আমাদের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। আল্লাহ না করুন, এই সিরিজগুলোতে কোন অঘটন ঘটলে চ্যাম্পিয়নস ট্রফি-ই হবে না।'


ভারতের আপত্তির কারণে ২০২৩ এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল হাইব্রিড মডেলে। এবারও ভারত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়। তবে পাকিস্তান নিজেদের মাটিতেই পুরো টুর্নামেন্ট আয়োজন করতে চায়। তাই তারা নিজের পরিকল্পনাতে এখনও অটুট।


যদিও এর অনেকটাই এখন নির্ভর করছে ভারতের হোম সিরিজগুলোর ওপর। বাংলাদেশের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তান সফর করবে। এই সিরিজগুলোতে পাকিস্তানের সিকিউরিটি ফোর্স গুলোকে সর্বদা প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন বাসিত।



তিনি আরও বলেছেন, 'আমাদের নিশ্চিত করতে হবে যেন ক্রিকেটারদের নিরাপত্তায় একটা ছোট্ট ভুলও না হয়। সফরকারী দলগুলোকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সমান নিরাপত্তা দিতে হবে। আমি নিশ্চিত, মহসিন নাকভি এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball