promotional_ad

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরার ইঙ্গিত অ্যান্ডারসনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন জেমস অ্যান্ডারসন। এরপরও তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার পথটা খোলা রেখেছিলেন। এবার ইংল্যান্ডের এই সাবেক পেসার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন।


৪২ বছর বয়সী এই পেসারকে দ্য হান্ড্রেড থেকে শুরু করে বিপিএল বা আইপিএলেও দেখা যেতে পারে। দ্য হান্ড্রেডের খেলা দেখেই তার মনে হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন বলে ভালো করার সুযোগ রয়েছে তার। তাই ফেরা নিয়ে চিন্তা ভাবনা করছেন।



promotional_ad

এ প্রসঙ্গে দ্য ফাইনাল ওয়ার্ল্ড ক্রিকেট পডকাস্টে অ্যান্ডারসন বলেছেন, ‘বছরের শেষভাগেই সবকিছু পরিষ্কার হতে পারে। এই শীতে টেস্ট দলের দুটি সফর আছে, আমি জানি না ওই দুই সফরে এই (পরামর্শক) ভূমিকা পালন করতে পারব কি না। আমি হানড্রেড দেখেছি, সেখানে দেখলাম প্রথম ২০ বলে বল অনেক সুইং করে। আমি মনে করি, আমি তো এটা করতে পারি, আমি এখনো এ রকম করতে পারি।’


২০১৪ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডারসন। সেবার টি-টোয়েন্টি ব্ল্যাস্টের ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিপক্ষে খেলেছিলেন তিনি। টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই পেসার বর্তমানে ইংল্যান্ড দলের বোলিং পরামর্শক হিসেবে রয়েছেন।


আসন্ন গ্রীষ্মেই কোনো একটি ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে দেখা যেতে পারে অ্যান্ডারসনকে। তবে টি-টোয়েন্টিতে ফেরা উচিত হবে কিনা সেই বিষয়টিও ভেবে দেখছেন অ্যান্ডারসন। তিনি বলেন, ‘জানি না, এটা ঠিক কাজ হবে কি না। তবু দেখি, সাদা বলের ক্রিকেটে কিছু করতে পারি কি না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কখনো তো খেলিনি।’



২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ ও দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি রয়েছে। একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগও। তাই যেকোনো একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে ফেরার বিষয়টি ভেবে দেখতেই পারেন অ্যান্ডারসন। তবে আপাতত টেনিসেই সময় দিতে চান। নিজেকে শারীরিক ফিট থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


অ্যান্ডারসন বলেন, ‘আমার শরীর তো এখনো নিজেকে ৪২ বছর বয়সী মনে করতে শুরু করেনি। আমি টেনিস কোর্ট দাবড়ে বেড়াব, আশা করছি পরের পাঁচ বছরেও বার্নলি সিসির হয়ে মাঠে দৌড়ঝাঁপ করব। শরীরটা একদম নিশ্চল হওয়া পর্যন্ত থামাথামি নেই। আর এ কারণেই আমি চালিয়ে যেতে চাই। আমি মনে করি, জোরে বল করার ক্ষমতা আমার আছে। এই সক্ষমতা যত দিন থাকবে, কেন ব্যবহার করব না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball