promotional_ad

আত্মহত্যা করেছেন থর্প, নিশ্চিত করল পরিবার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের সাবেক ব্যাটার গ্রাহাম থর্প আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। গত ৫ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঠিক কীভাবে ৫৫ বছর বয়সী থর্প মারা যান, এই কারণটি সেই সময় অজ্ঞাত ছিল।


ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট ও ৮২টি ওয়ানডে খেলেন থর্প। সাম্প্রতিক সময় তার আত্মহত্যার খবরটি মিডিয়ায় জানান থর্পের স্ত্রী অ্যামান্ডা। বেশ কয়েকবছর ধরেই বিষণ্নতায় জীবন পার করছিলেন থর্প।



promotional_ad

অ্যামান্ডা বলেন, ‘একজন স্ত্রী এবং দুজন কন্যা, যারা তাকে ভালোবাসত এবং যাদের সে ভালোবাসত, তারা থাকার পরও ওর পরিস্থিতির উন্নতি হয়নি। সাম্প্রতিক সময়ে সে এতটা অসুস্থ ছিল যে, সে সত্যিই বিশ্বাস করত, সে না থাকলেই আমরা ভালো থাকব। আসলেই সে এমন করেছে এবং আত্মহত্যা করেছে। এতে আমরা বিধ্বস্ত হয়ে গেছি।’


ইংল্যান্ডের হয়ে খেলোয়াড়ি-জীবন পার করার পর কোচিংয়ে আসেন থর্প। ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি। ২০২২ সালে আফগানিস্তানের হেড কোচ হওয়ার কথা ছিল তার।


যদিও সেই বছরের মে মাসে ‘গুরুতর অসুস্থ’ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়েছিল বলে জানা যায়। তখন অসুস্থতার বিষয়টি খোলাসা করে না বলা হলেও বর্তমানে জানা গেল ঠিক কী হয়েছিল তার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে উন্নতির লক্ষণ দেখা দিলেও পরে আবার বিষণ্নতায় ভোগেন তিনি।



থর্পের স্ত্রী আরও বলেন, ‘কয়েক বছর ধরেই গ্রাহাম বিষণ্নতা ও দুশ্চিন্তায় ভুগছিল। ২০২২ সালের মে মাসে সে আত্মহত্যার জোরালো চেষ্টা চালায়। এরপর তাকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কক্ষ) লম্বা সময় থাকতে হয়।’


‘আশার ঝিলিক দেখা দিয়েছিল, পুরোনো গ্রাহামকে একটু দেখা যাচ্ছিল। কিন্তু এরপরও সে বিষণ্নতা ও দুশ্চিন্তায় ভুগেছে। মাঝেমধ্যে যেটা খুবই গুরুতর হয়ে পড়ে। পরিবার হিসেবে আমরা তাকে সহায়তা করেছি। সে অনেক, অনেক রকমের চিকিৎসা করিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে কিছুই কাজে দেয়নি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball