promotional_ad

এ বছর ৮টি টেস্টেই খেলবেন সাকিব

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছর আরও আটটি টেস্ট খেলবে বাংলাদেশ। সুস্থ এবং ফিট থাকলে সবগুলো টেস্টেই খেলবেন সাকিব আল হাসান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমনটা নিশ্চিত করেছেন গাজী আশরাফ হোসেন লিপু।


সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের পক্ষে একেবারেই ছিলেন না সাকিব আল হাসান। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করায় বিপদে পড়েছেন তার দলীয় সদস্যরা।


সঙ্গতকারণেই বিপদে পড়েছেন মাগুরা-২ আসনে আওয়ামীলিগের সংসদ সদস্য সাকিব। ভাবা যাচ্ছিল, সাকিবকে আর ক্রিকেটে কখনোই দেখা যাবে না। যদিও পাকিস্তান সফরের দুই টেস্টের দলে তার নাম আছে এবার জানা গেল, ফিট থাকলে এই বছর সবগুলো টেস্ট ম্যাচে খেলবেন তিনি।



promotional_ad

লিপু বলেন, 'আমরা যে আটটি টেস্ট ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ডিসেম্বরে যা শেষ হবে তিনি সবগুলোতেই এভেইলএভেল থাকবেন। তিনি নিয়মিতভাবেই অনুশীলন সেশনে আসবেন। অনুশীলন সেশনে খেলোয়াড়, বিদেশি কর্মকর্তা সবারই নিরাপত্তার একটা ব্যাপার থাকবে। বর্তমান পরিস্থতির আলোকে সেটা দেশকে নিশ্চিত করতেই হবে। সাকিব দেশের একজন শীর্ষ খেলোয়াড়।'


লিপু বলেন, 'সাকিব যেহেতু রাজনৈতিক ব্যাক্তিত্ব ছিলেন আমরা তাকে নিয়ে ভেবেছি। তার সিলেকশানটা হয়েছে তার খেলার মেধার উপরে। সেক্ষেত্রে যা আমরা সবসময় করি সেটাই করেছি। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে সুযোগ পায় তিনিও সেভাবে পেয়েছেন। আমি যদি সিলেকশান প্যানেলে থাকি আমরা সবসময় মেধাটাকেই গুরুত্ব দিবো।'


২০২০ সালের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে, ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।


সিরিজে অংশ নিতে আজই দেশ ছেড়েছে বাংলাদেশ। আগামী ১৪ বা ১৫ আগস্ট দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের।



লিপু আরও বলেন, 'তিনি (সাকিব) তার পারফরম্যান্সের আলোকেই (পাকিস্তান) যাচ্ছেন। নিজেকে তিনি যে জায়গায় নিয়ে গেছেন। তিনি যেভাবে সবগুলো ফরম্যাটে মানিয়ে নেন.. পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড.. সবকিছু মিলিয়েই তিনি যাচ্ছেন। গত জুলাইতে তার ফিটনেস, সামনের পরিকল্পনা নিয়ে আমাদের সাথে কথা হয়। এই বছর আমরা ৮টি টেস্ট খেলব, তিনি খেলতে পারবেন কিনা সেটা নিয়ে কথা হয়েছিল। জিম্বাবুয়ে সিরিজ চলাকালে তিনি আমাদের সেটা আশ্বস্ত করেছিলেন।'


'বর্তমান পরিস্থিতির আলোকে আমরা শুধু ফোনে না, মেইলেও তার সঙ্গে যোগাযোগ করি। তিনি সামনে খেলবেন কিনা, প্রতিটি সিরিজের আগে অনুশীলন সেশনে তিনি থাকবেন কিনা এসব আমাদের জানার বিষয় ছিল। পাকিস্তানে আমাদের আরও পরে যাওয়ার কথা ছিল, এখন যেহেতু আগে যাচ্ছি ১৪ বা ১৫ তারিখে তিনি দলের সাথে যোগ দেবেন, এটা লজিস্টিক দেখছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball