promotional_ad

প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগ- দ্বিতীয় বিভাগেও দূর্নীতি হয়েছে, দাবি দেবব্রতর

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এরই মধ্যে দেশের দায়িত্ব নিয়ে আন্তর্বর্তীকালীন সরকার। এর প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বদলে গেছে হাওয়া।


বিসিবির পরিচালনা বিভাগের বেশিরভাগ কর্মকর্তাই আছেন আত্মগোপনে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও নেই কর্মস্থলে। এরই মধ্যে বিসিবির বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিভিন্ন সংগঠকরা। তারা নিয়মিত বিসিবিতে মিছিল ও সভা করছেন।



promotional_ad

তাদেরই একজন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক ও ম্যাচ রেফারি দেবব্রত পাল। তিনি মনে করেন গত দুই যুগে বাংলাদেশের ক্রিকেট অনেক পিছিয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থানে থাকার দরকার ছিল সেই অবস্থানেও নেই। এর অন্যতম কারণ অভ্যন্তরীণ দূর্নীতি।


তিনি গণমাধ্যমকে বলেন, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা। সবকিছু ভদ্রভাবে হওয়া উচিত। আজকে হয়তো সময় এসেছে অনেক কিছু বলার। কিন্তু আমরা আসলে বলতে চাই না...গত দুই যুগে বাংলাদেশের ক্রিকেট যেই জায়গায় যাওয়ার কথা ছিল, আমরা ওই জায়গায় যাইনি। অনেক পিছিয়েছি।’


এক যুগের বেশি সময় ধরে প্রিমিয়ার লিগ থেকে ধরে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, কোয়ালিফাই পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পক্ষপাতের অভিযোগ করেছেন বিসিবির ম্যাচ রেফারি দেবব্রত। তিনি মনে করেন এখনই সময় বিসিবিকে দূর্নীতির প্রভাব মুক্ত করার।



তিনি বলেন, 'আমি ম্যাচ রেফারি ছিলাম। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে কাজ করি। তার মানে দুইটা ডিপার্টমেন্ট। একটা ক্রিকেট অপারেশনস, আরেকটা আম্পায়ার্স কমিটি। তো আম্পায়ার্স কমিটিতে গত ১২-১৪ বছরে যা কিছু হয়েছে, আমরা কিন্তু সবাই জানি। প্রিমিয়ার লিগ থেকে শুরু করে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, কোয়ালিফাই পর্যন্ত কীভাবে ম্যানিপুলেট করা হয়েছে এটা কিন্তু সবাই জানে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball