বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও সংস্কার চান ফাহিম

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেক কর্মকর্তাকেই খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজনীতির সঙ্গে জড়িত বোর্ডের বেশীরভাগ পরিচালকই কর্মক্ষেত্রে আসছেন না। তাদের সমালোচনা করেছেন নাজমূল আবেদীন ফাহিম।
ক্রিকেট কোচ এবং বিশ্লেষকের মতে ক্রিকেটকে যদি সত্যিকার অর্থেই ভালোবাসতেন, তাহলে এ সকল কর্মকর্তা ক্রিকেট থেকে দূরে থাকতে পারতেন না। ঘরোয়া ক্রিকেট নষ্ট করে দেয়া হয়েছে বলেও মনে করেন তিনি।

ফাহিম বলেন, ‘তারা যদি ক্রিকেটের সত্যিকার অর্থেই সেবক হতেন, তাহলে কিন্তু তারা আসতেন। আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিলেন। তাদের নিজস্ব এজেন্ডা ছিল। সে এজেন্ডাই তারা বাস্তবায়ন করেছেন। আমরা দেখেছি, ক্রিকেটের কী হয়েছে। ক্লাব ক্রিকেট বলি, পুরো খেলাটাকেই নষ্ট করে দেয়া হয়েছে।’
বিসিবির হাইপারফরম্যান্স বিভাগ, ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল এবং সর্বশেষ বিসিবির নারী বিভাগে কাজ করেছেন ফাহিম। বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন জায়গার ঘাটতি সম্পর্কে জানা আছে তার। সুযোগ পেলে এগুলো নিয়ে কাজ করতে চান তিনি।
ফাহিম আরও বলেন, ‘এটা (রূপরেখা) নিয়েই তো আমরা বছরের পর বছর চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কী করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে, আমাদের কী রিসোর্স আছে, যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই।’
প্রস্তাব আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গেও বসতে রাজি তিনি, ‘অবশ্যই। সেখানে যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই অংশগ্রহণ করব। শুধু আমার কথা নয়, যারা এসব বিষয়ে অবগত আছেন, তাঁদের কাছ থেকে আইডিয়া নেওয়া দরকার। তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হয়।’