promotional_ad

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অন্তর্বর্তীকালীন সরকারের দফতর বন্টন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাত্র ২৫ বছর বয়সী এই তরুণ গতকালই তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।


এর আগে এই দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন। গত জানুয়ারি থেকে এই দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই সভাপতি। পাপনের আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল প্রতিমন্ত্রীর কাঁধে।



promotional_ad

জাহিদ আহসান রাসেল ছিলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। কিন্তু আওয়ামিলীগ সরকারের অধীনে থাকা গতবারের মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তার। সেবারই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছে পূর্ণমন্ত্রী। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পাপন।


পাপনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব প্রদানের মধ্য দিয়ে ৩৪ বছর এ মন্ত্রণালয় পেয়েছিল একজন পূর্ণ মন্ত্রী। সর্বশেষ যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জাতীয় পার্টির সরকারের আমলে নিতাই রায় চৌধুরী (১৯৯০ সাল)। তার আগে তিনিও প্রতিমন্ত্রী ছিলেন।


নিতাই রায় চৌধুরীর পর বিগত বছরগুলোতে প্রতিমন্ত্রীরাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর থেকে প্রতিমন্ত্রী ছাড়াও দুইবার তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টারা এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।



আসিফ, পাপন ও নিতাই রায় চৌধুরীর আগে এ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ইউসুফ আলী, শামসুল হুদা চৌধুরী, জাকির খান চৌধুরী, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও সুনিল কুমার গুপ্ত।


এ মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন একমাত্র আরিফ খান জয়। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক ২০১৪ সালে প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সঙ্গে ৫ বছর ছিলেন মন্ত্রণালয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball