বাভুমা-টনির নৈপুণ্যে বড় সংগ্রহের পথে সাউথ আফ্রিকা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
পোর্ট অব স্পেনে বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয় মোটে ১৫ ওভার। দ্বিতীয় দিন অবশ্য ভালোভাবেই খেলা হয়। টনি ডি জর্জি এবং টেম্বা বাভুমার হাফ সেঞ্চুরিতে এই দিন শেষে প্রথম ইনিংসে আট উইকেটে ৩৪৪ রান তুলেছে সাউথ আফ্রিকা।
এক উইকেটে ৪৫ রান নিয়ে দিন শুরু করা সাউথ আফ্রিকা এ দিন ৮৬ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায়। ৪৮ বলে ২০ রান করে কেমার রোচের বলে ফিরে যান ট্রিস্তান স্টাবস। তারপর বাভুমাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন টনি।

অনায়সের হাফ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। ১৪৫ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৭৮ রান করে জোমেল ওয়ারিক্যানের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। দলীয় দুইশ রানের আগে বিদায় নেন ডেভিড বেডিংহাম।
৪৫ বলে ২৯ রান করা মিডল অর্ডার এই ব্যাটারকে ফেরান জেইডেন সিলস। উইকেটরক্ষক রায়ান রিকেল্টন এ দিন খুব বেশি সুবিধা করতে পারেননি। তবে বাভুমার সাথে ৫৭ রানের জুটি গড়ে ফেলেন তিনি।
৪৯ বলে ১৯ রান করা এই উইকেটরক্ষককে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন কেমার রোচ। ততক্ষণে হাফ সেঞ্চুরি করে বেশ দাপটের সঙ্গেই ব্যাট চালাচ্ছিলেন বাভুমা। কিন্তু দলীয় ২৭১ রানে প্যাভিলিয়নে ফিরে যান তিনিও।
শেষদিকে সাউথ আফ্রিকাকে স্বস্তি এনে দেন কাইল ভেরাইনি এবং উইয়ান মাল্ডার। এই দুজন জুটি গড়েন ৫৭ রানের। ৮৭ বলে ৩৯ রান করা ভেরাইনিকে কট এন্ড বোল্ড করে ফেরান ওয়ারিক্যান।
ঠিক পরের বলে কেশভ মহারাজকেও একইভাবে প্যাভিলিয়নে ফেরান তিনি। ৭৬ বলে ৩৭ রান নিয়ে ম্যাচের দ্বিতীয় দিন শেষ করেছেন মাল্ডার। কাগিসো রাবাদা আছেন ১৭ বলে ১২ রান নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি উইকেট শিকার ওয়ারিক্যানের। দুটি করে নিয়েছেন রোচ ও সিলস।