নাসিরের পর দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ পুনের কোচ-প্রতিষ্ঠাতাও

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
২০২১ সালে আরব আমিরাতের টি-টেন লিগে ঘুষ হিসেবে উপহার গ্রহণের প্রস্তাব পান বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু সেটি আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে প্রকাশ না করায় আইসিসির কাছ থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পান তিনি। এবার নাসিরের দলের কোচ এবং দুই সহ-প্রতিষ্ঠাতাকে নিষিদ্ধ করেছে আইসিসি।
একই ঘটনার জেরে নিষেধাজ্ঞা পেয়েছেন নাসিরের দল পুনে ডেভিলসের ব্যাটিং কোচ আশার জাইদি এবং দলের দুই সহ-প্রতিষ্ঠাতা পরাগ সংঘভি ও ক্রিষাণ কুমার। গতকাল বুধবার আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষে তাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটা জানিয়েছে আইসিসি। জাইদিকে পাঁচ বছর এবং অন্য দুজনকে দুই বছরের জন্য সবধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
২০২১ সালের টি-টেন লিগে ম্যাচের ফলে প্রভাব বিস্তার করা, বেটিং করা, ফিক্সিংয়ের প্রস্তাব আকসুকে না জানানোসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে এই তিন জনের বিরুদ্ধে।
তিনজনের ক্ষেত্রেই অবশ্য নিষেধাজ্ঞার শেষ বছরটি স্থগিতের কথা বলেছে আইসিসি। অর্থাৎ জাইদি চার বছর এবং পারাগ ও কৃষান এক বছর পর থেকেই ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তাদের শাস্তির মেয়াদ৷