পোর্ট অব স্পেনে বৃষ্টিবিঘ্নিত দিন, খেলা হয়েছে ১৫ ওভার

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
পোর্ট অব স্পেনে বৃষ্টিস্নাত একদিন পার করল ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা। এ দিন খেলা হয়েছে মোটে ১৫ ওভার। বাকি সময়টা বৃষ্টি বাগড়া দেয়ায় খেলাই হয়নি।
বৃষ্টির এই দিনে টস জিতে ব্যাটিং বেছে নেয় সাউথ আফ্রিকা। শুরু থেকে দেখেশুনেই খেলছিলেন দলটির দুই ওপেনার এইডেন মার্করাম এবং টনি ডি জর্জি। উদ্বোধনী জুটিতেই ৪৩ রান তুলে ফেলেন এই দুজন।

৩৪ বলে একটি চারে ৯ রান করা মার্করামকে বোল্ড করে এই জুটি ভাঙেন জেসন হোল্ডার। তারপর খেলাই হয়েছে আর এক ওভার। বৃষ্টির কারণে ড্রেসিংরুমে ফিরে গেছেন দুই দলের ক্রিকেটাররা।
পরবর্তীতে আর খেলা পরিচালনা করা সম্ভব হয়নি। ৫২ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৩২ রানে ব্যাটিংয়ে আছেন টনি। পাঁচ বলে দুই রান করে তাকে সঙ্গ দিচ্ছেন ট্রিস্তান স্টাবস। ক্যারিবিয়ানদের হয়ে একমাত্র উইকেটটি হোল্ডার নিয়েছেন।
এ ছাড়া কেমার রোচ পাঁচ, জেইডেন সিলস ছয় এবং গুড়াকেশ মোতি তিন ওভার করলেও উইকেটের দেখা পাননি। প্রথম দিন শেষে সাউথ আফ্রিকার সংগ্রহ এক উইকেটে ৪৫ রান।