promotional_ad

দুর্নীতির দায়ে নিষিদ্ধ আফগানিস্তানের ইহসানউল্লাহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কাবুল প্রিমিয়ার লিগে ‍দুর্নীতির দায়ে নিষিদ্ধ হলেন ইহসানউল্লাহ জানাত। আগামী ৫ বছর কোন ধরনের ক্রিকেট কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবেন না আফগানিস্তানের এই ব্যাটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।


চলতি বছরের শুরুতে হওয়া কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে শামসেদ ঈগলসের হয়ে খেলেছেন ইহসানউল্লাহ। যেখানে ৪ ইনিংসে মাত্র ৭২ রান করেছিলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। ১৫০ স্ট্রাইক রেটে রান তোলা টপ অর্ডার ব্যাটারের গড় ১৮। ছয় দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের তালানিতে ছিল ঈগলস।



promotional_ad

পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল তারা। ইহসানউল্লাহ দ্বিতীয় মৌসুম চলাকালীন দুর্নীতিবিরোধী নীতিমালার ২.১.১ ধারা ভঙ করেছিলেন বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তারা আরও জানিয়েছে নিজের বিপক্ষে ওঠা অভিযোগের কথা স্বীকার করেছেন ২৬ বছর বয়সী এই ইহসানউল্লাহ।


এক বিবৃতিতে এসিবি জানায়, ‘ইহসানউল্লাহ জানাত দুর্নীতিবিরোধী নীতিমালার ২.১.১ ধারা ভঙ করেছে, যে ধারায় ম্যাচের ফলাফলে অবৈধ প্রভাব রাখার চেষ্টা করার কথা বলা আছে। ক্রিকেট-সংশ্লিষ্ট কাজে তাঁকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার বিপক্ষে ওঠা অভিযোগ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানাত।’


বিবৃতিতে আরও জানানো হয়েছে, আরও তিনজন ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির সম্ভাব্যতা নিয়ে এসিবির অ্যান্টি করাপশন ইউনিট তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলেই তাদের সামনে আনা হবে বলে জানা গেছে। এদিকে তিন সংস্করণ মিলে আফগানিস্তানের হয়ে ২০টি ম্যাচ খেলেছেন ইহসানউল্লাহ।



২০১৭ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া এই ব্যাটার এই সংস্করণে ১৬টি ম্যাচ খেলেছেন। যেখানে ২১.৯২ গড়ে ৩০৭ রান করেছেন। এ ছাড়া ৩ টেস্ট খেলা ইহসানউল্লাহ ২২ গড়ে করেছেন ১১০ রান। ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টিতে ২০ বলে ১৪ রান করেছিলেন। জাতীয় দলের হয়ে সবশেষ ২০২২ সালের জুনে খেলেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball