promotional_ad

২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ভারতের সিরিজ হার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর টাই, পরের ম্যাচে জেফ্রি ভ্যান্ডারসের ঘূর্ণিতে ৩২ রানে হারে ভারত। ডানহাতি লেগ স্পিনারের পর এবার ভারতকে ধসিয়ে দিলেন আরেক স্পিনার দুনিথ ওয়াল্লালাগে। বাঁহাতি স্পিনারের ২৭ রানে ৫ উইকেটের সঙ্গে ভ্যান্ডারসের ২ উইকেটে ভারত গুটিয়ে যায় ১৩৪ রানে। লঙ্কানদের কাছে রোহিত শর্মার দলকে হারতে হয়েছে ১১০ রানের বড় ব্যবধানে। ১৯৯৭ সালের পর অর্থাৎ সবশেষ ২৭ বছরে এবারই প্রথম শ্রীলঙ্কার কাছে দ্বিপাক্ষিক সিরিজ হারল ভারত। স্বাগতিকরা সিরিজ জিতে নিয়েছে ২-০ ব্যবধানে।


২৪৯ রান তাড়ায় ভালো শুরুর আভাসই দিয়েছিলেন রোহিত। তবে ভারতের অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি আরেক ওপেনার শুভমান গিল। ইনিংসের পঞ্চম ওভারে আসিথা ফার্নান্দোর নিচু হওয়া ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। গিলের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৬ রান। তিনে নেমে রোহিতের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন বিরাট কোহলি। যদিও তাদের দুজনের জুটি বড় হতে দেননি ওয়াল্লালাগে।



promotional_ad

বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে স্লগ সুইপ করতে চেয়েছিলেন রোহিত। তবে বল সঠিক লেংথে না থাকায় টার্ন করে বেরিয়ে যাওয়ার সময় ব্যাটের নিচু অংশ ছুঁয়ে যায়। উইকেটের পেছনে দাঁড়িয়ে কুশল মেন্ডিস ক্যাচ লুফে নিতেই সাজঘরে ফিরে যেতে হয় ২০ বলে ৩৫ রান করা রোহিতকে। বেশিক্ষণ টিকতে পারেননি চারে নামা ঋষভ পান্তও। মাহিশ থিকশনার লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন। বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার করেছেন মাত্র ৬ রান।


কোহলি থিতু হওয়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। পাওয়ার প্লে শেষ হতেই ফিরে যেতে হয় তাকে। লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে ২০ রান করা কোহলিকে বিদায় করেছেন ওয়াল্লালাগে। দলের রান একশ হওয়ার আগে একে একে বিদায় নিয়েছেন অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়াররা। এদিকে রিয়ান পরাগ ও শিভাম দুবেকে শিকার করেছেন লেগ স্পিনার ভ্যান্ডারসে। ১০১ রানে ৮ উইকেট হারানোর জুটি গড়ে তোলেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব।


নবম উইকেট জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৩৭ রান। থিকশানার বলে লং অফের উপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন ওয়াশিংটন। দুবারের প্রচেষ্টায় ভ্যান্ডারসে ক্যাচ লুফে নিলে ভাঙে তাদের জুটি। শেষ ব্যাটার হিসেবে কুলদীপকে ফিরিয়ে শ্রীলঙ্কায় জয় নিশ্চিত করেন ওয়াল্লালাগে। কুলদীপকে আউট করে পাঁচ উইকেটও তুলে নেন বাঁহাতি এই স্পিনার। এ ছাড়া ভ্যান্ডারসে ও থিকশানা দুটি করে উইকেট নিয়েছেন।



এর আগে ব্যাটিংয়ে নেমে ৮৯ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন পাথুম নিশানকা ও আভিস্কা ফার্নান্দো। ৪৫ রান করা নিশানকা ফিরলে মেন্ডিসকে সঙ্গে নিয়ে এগিয়ে যান আরেক ওপেনার। তবে সেঞ্চুরির আগে ফিরতে হয় তাকেও। পরাগের বলে লেগ বিফোর হয়েছেন ৯৫ রান করা আভিস্কা। এরপর মেন্ডিস ৫৯ এবং শেষ দিকে কামিন্দু মেন্ডিস অপরাজিত ২৩ রান করলে ২৪৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন পরাগ। একটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ, অক্ষর, ওয়াশিংটন এবং কুলদীপ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball