বাংলাদেশ সিরিজের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান, ফিরলেন নাসিম

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদশ সিরিজের ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ। সহ-অধিনায়কত্বের দায়িত্ব আছেন সাউদ শাকিল। লাল বলে পাকিস্তানের সবশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাত ক্রিকেটার। ঘরের মাঠের এই সিরিজ দিয়ে সাদা পোশাকে ১৩ মাস পর ফিরছেন নাসিম শাহ।
দলে তারুণ্যের ছড়াছড়ি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের কারণে জাতীয় দলে ডাক পেয়েছেন কামরান ঘুলাম, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ হুরায়রা।

প্রথম শ্রেণীর ক্রিকেটে গত মৌসুমে ১৪ ম্যাচে ৪৭ উইকেট নিয়ে পেসার মোহাম্মদ আলী আবার ডাক পেয়েছেন জাতীয় দলে। বাংলাদেশ এইচপির বিপক্ষে অস্ট্রেলিয়ায় ৩ ইনিংসে ১৪৮ রান করেন কামরান। আর হুরাইরা করেছিলেন ডাবল সেঞ্চুরি।
এ কারণে এই তিন ক্রিকেটারকে বেছে নিতে কোনো অসুবিধাই হয়নি পিসিবির। বেশ কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবারের মতো টেস্ট খেলতে নামে পাকিস্তান। ওই সিরিজের সাত ক্রিকেটার থাকছেন না এই সিরিজে।
ইমাম উল হক, ফাহিম আশরাফ, সাজিদ আলী, নোমান আলী, মোহাম্মদ নাওয়াজ পারফরম্যান্সের বাদ পড়েছেন। ইনজুরিতে থাকায় হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বিবেচনায় আসেননি।
২১ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ৩০ আগস্ট সিরিজের বাকি টেস্টটি অনুষ্ঠিত হবে করাচিতে।
বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান স্কোয়াড- শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান ঘুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মুহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সায়েম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ এবং শাহীন শাহ আফ্রিদি।