বোর্ড ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংস করছে: ইমরুল

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি ইমরুল কায়েসকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঘরোয়াতে পারফর্ম করেও জাতীয় দলে জায়গা পাননি এই ওপেনার। এবার তার মতো অনেক ক্রিকেটারের ক্যারিয়ার নষ্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দায়ী করছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিযোগ তুলে ইমরুল ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালকদের দায়িত্ব থেকে সরে যেতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরদিন রাতেই এই দাবি তোলেন বাঁহাতি এই ওপেনার।

জাতীয় দলের হয়ে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমরুল এক স্ট্যাটাসে লিখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে।’
এরপর তিনি বলেন, ‘সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না।’
তারপর ইমরুল অনুরোধ করেন, ‘বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট। ইনশা আল্লাহ।’
এদিকে রক্তক্ষয়ী আন্দোলনের মুখে একদিন আগেই পদত্যাগ করে দেশ ছেড়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর গতকাল জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিসিবির সভাপতি হিসেবে এখনো রয়ে গেছেন নাজমুল হাসান পাপন।