promotional_ad

ইংল্যান্ডের সাদা বলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ সাঙ্গাকারার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যাথু মট দায়িত্ব ছাড়ার পর সাদা বলের ক্রিকেটে নতুন হেড কোচ খুঁজছে ইংল্যান্ড। নাম শোনা যাচ্ছে কুমার সাঙ্গাকারারও। শ্রীলঙ্কার এই কিংবদন্তি নিজেও আগ্রহী দায়িত্ব ইংল্যান্ডের দায়িত্ব লুফে নিতে। যদিও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে এখনও কোনও প্রস্তাব পাননি তিনি।


২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও মাসখানেক আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর চাপের মুখে গত সপ্তাহে দায়িত্ব ছাড়েন মট। আপাতত ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে আছেন মটের সহকারী ও দেশটির সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিক।



promotional_ad

তবে এরই মধ্যে নতুন কোচ খুঁজছে ইংল্যান্ড। নতুন কোচ খোঁজার লড়াইয়ে নেমেছেন ইসিবির ক্রিকেট পরিচালক রব কি। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, হেড কোচ হিসেবে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেটকে পছন্দের তালিকায় রেখেছেন তিনি। যদিও সাঙ্গাকারাকে এখনও প্রস্তাব দেননি তিনি।


সাঙ্গাকারা বলেন, 'আমি জানি, (কোচ হওয়ার লড়াইয়ে) আমার নাম আলোচনায় এসেছে। কিন্তু আমাকে তেমন প্রস্তাব দেওয়া হয়নি। আমার মনে হয়, যে কারও জন্য ইংল্যান্ডের সাদা বলের কোচ হতে পারা হবে রোমাঞ্চকর ব্যাপার। কিন্তু এই পদের জন্য অনেক যোগ্য প্রার্থী আছেন। আমার মনে হয় ম্যাথু মট সত্যিই দারুণ কাজ করেছেন।'


রাজস্থান রয়্যালসের দায়িত্বে থাকায় ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলারকে খুব কাছ দেখেছেন সাঙ্গাকারা। তার নেতৃত্বগুণে মুগ্ধ হয়েছেন তিনি।



'জস বাটলার অধিনায়কের ভূমিকায় থেকে যাচ্ছে, এটা দারুণ ব্যাপার। কারণ, তার দল যে অবস্থায় আছে বা ছিল এবং ভবিষ্যতে তারা কীভাবে এগোতে চায়, তা নির্ধারণের জন্য সঠিক সময় এটিই। আমি মনে করি, ইংল্যান্ডের নেওয়া সিদ্ধান্তগুলো সম্পূর্ণ নির্ভুল। রব কির নেতৃত্ব আমি সত্যিই খুব পছন্দ করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball