অস্ট্রেলিয়ায় নর্দানকে উড়িয়ে দিলো বাংলাদেশ এইচপি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের অসাধারণ ব্যাটিংয়ে নর্দান টেরিটরির বিপক্ষে ৫০ ওভারে ২৫০ রান করেছিল বাংলাদেশ এইচপি। পরে বোলারদের সম্মলিত প্রচেষ্টায় নর্দানকে ১৩৮ রানে অলআউট করেছে দলটি। এইচপি ম্যাচটি জিতেছে ১১২ রানে।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই একশ রান তোলে বাংলাদেশ। ১৯.৪ ওভারে একশ রানের জুটি গড়ার পর ফিরে যান ইমন। ৬৪ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৪৭ রান করে চার্লি স্মিথের বলে বিদায় নেন তিনি।

১৩ বলে ১১ রান করে দলীয় ১২১ রানের মধ্যে ফিরে যান জিশান আলমও। ২৫ ওভারের মধ্যে ফিরে যান তানজিদও। ইমন হাফ সেঞ্চুরি মিস করলেও হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। চারটি চার ও একটি ছক্কায় ৬৪ বলে ৫৩ রান আসে তার ব্যাটে।
এরপর ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে যোগ দেন আফিফ হোসেন ধ্রুব, শামিম পাটোয়ারি এবন আকবর আলীও। আফিফ ১১ বলে ৬ শামিম ২৩ বলে ২০ এবং আকবর ৩৮ বলে ২৬ রানের ইনিংস খেলে বিদায় নেন।
১৮৯ রানে ছয় উইকেট হারানো এইচপি'র পুঁজি বড় করতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আবু হায়দার রনি। তিনটি চার ও একটি ছক্কায় ৪১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন এই পেসার। এছাড়া মাহফুজুর রহমান রাব্বির ব্যাটে আসে ২৮ বলে ১৭ রান।
পরে এইচপির বোলারদের সামনে টিকতে পারেননি নর্দানের ব্যাটাররা। দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন জ্যাকব ডিকম্যান। এ ছাড়া হামিশ মার্টিন ১৭, টম মেনজিস ১৪ এবং জাগদেশ্বর কোদরু ১২ রান করেন।
এইচপি'র বোলারদের মধ্যে আবু হায়দার রনি, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং মাহফুজুর রহমান রাব্বি দুটি করে উইকেট নেন।