promotional_ad

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জো রুট

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট ব্যাটসম্যানদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন জো রুট। তিনি পেছনে ফেলেছেন কেন উইলিয়ামসনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ৩ ম্যাচে ২৯১ রান করেছেন এই ইংলিশ ব্যাটার।


তৃতীয় টেস্টে মাত্র এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন রুট। সেই ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। আর তাতেই ২০ রেটিং পয়েন্ট বেড়েছে ইংলিশ এই ব্যাটারের। আর তাতেই ডানহাতি এই ব্যাটার পেছনে ফেলেছেন উইলিয়ামসনকে।



promotional_ad

তার বর্তমান রেটিং ৮৭২। উইলিয়ামসনের চেয়ে রুট এগিয়ে আছেন ১৩ রেটিং পয়েন্টে। শীর্ষ পাঁচে থাকা ব্যাটারদের মধ্যে বাবর আজম ও ড্যারিল মিচেল আছেন যৌথভাবে ৩ নম্বরে। ৫ নম্বরে আছেন স্টিভ স্মিথ। তাদের সবাই এক ধাপ করে এগিয়েছেন। তিনে থাকা হ্যারি ব্রুক চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ৭ নম্বরে।


এর আগে ২০২৩ সালের জুনে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন রুট। আর ২০১৫ সালে ক্যারিয়ারে প্রথমবারের মতো সবার উপরে জায়গা করে নিয়েছিলেন তিনি। বার্মিংহ্যামে ক্যারিবীয়দের বিপক্ষে শেষ টেস্ট তিনি শুরু করেছিলেন দুই নম্বরে থেকে। 


এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন মার্ক উড। ইংলিশ এই পেসার ৬ ধাপ এগিয়েছেন। বার্মিংহ্যামে ৭  উইকেট নিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস এগিয়েছেন ৬ ধাপ। তার অবস্থান ২৬ নম্বরে। তিনি সিরিজের দ্বিতীয় টেস্টে ৭ উইকেট আর শেষ টেস্ট নিয়েছেন ৩টি উইকেট।



চলতি সিরিজে অভিষেক হওয়া গাস অ্যাটকিনসন ৪ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন। বোলারদের তালিকায় আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন  রবিচন্দ্রন অশ্বিন। তাইজুল ইসলাম ১৬ নম্বরে থেকে বাংলাদেশের সেরা বোলার হয়ে আছেন। আর ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে মুশফিকুর রহিম।


এই উইকেটরক্ষক ব্যাটার আছেন ২৫ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় বড় কোনো পরিবর্তন আসেনি। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠেছেন। সাকিব আল হাসান আগের মতোই ৩ নম্বরে অবস্থান করছেন। আর শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball