promotional_ad

পাকিস্তান সফরে 'এ' দলের স্কোয়াডে মোসাদ্দেক-মুশফিক

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন পরেই টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। একই সঙ্গে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে সিরিজ খেলতে দেখা যাবে বাংলাদেশ 'এ' দলকেও। আসন্ন এই সিরিজের জন্য তিনটি পৃথক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


দীর্ঘদিন পর বিসিবির দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। প্রথম চারদিনের ম্যাচের দলে আছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হাসান বিজয়ের মতো ক্রিকেটার। এই দলে আছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। এ ছাড়া তানজিম হাসান সাকিব ও রেজাউর রহমান রাজাও আছেন এই দলে।


জাতীয় দলের এই ক্রিকেটারদের রাখা হয়নি দ্বিতীয় চারদিনের দলে। তাদের জায়গা নেবেন সাইফ হাসান, সৌম্য সরকার, নাইম শেখরা। ওয়ানডে স্কোয়াডেও রাখা হয়েছে সৌম্য, বিজয়, সৈকতদের। আসন্ন এই সিরিজে দুটি চার দিনের এবং তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ’ দল।



promotional_ad

আগামী ৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়া 'এ’ দলের সঙ্গে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারও যাচ্ছেন। প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৭ আগস্ট। যথাক্রমে সিরিজের তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭।


প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড:


মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।


দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড:



এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।


ওয়ানডে স্কোয়াড:


সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball