promotional_ad

মেগা নিলামের আগে ধোনির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। এর আগে চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। নিলামের আগে চারজন ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পাচ্ছে আইপিএলের দলগুলো। আগামী ৩ আসরের জন্য তারা এই ক্রিকেটারদের ধরে রাখতে পারবে। ধোনি আর তিন বছর খেলা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন।


এ কারণেই ধোনির মতামত জানতে চেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তিন বছর ধোনি না খেললে তার জন্য একটি জায়গা নষ্ট করার মতো বিলাসিতায় যেতে চায় না চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী রিটেইন ক্রিকেটারের সংখ্যা বাড়লে ধোনিকে আবারও দেখা যেতে চেন্নাইয়ের জার্সিতে খেলতে।


না হলে হয়তো ধোনিকে আবার নিলাম থেকে কিনে নেয়ার চেষ্টা করবে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৮ সালের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজ়ি গুলো পাঁচ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল। ২০২১ সালের নিলামে এই সংখ্যা কমিয়ে দেয় বিসিসিআই।



promotional_ad

ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে চেন্নাই রিটেইন করতে পারে রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা ও শিভম দুবের মতো ক্রিকেটারকে। রিটেইনের সংখ্যা বাড়লেই কেবল তারা ধরে রাখতে পারে ধোনিকে। ফলে বলে দেয়াই যাচ্ছে ধোনির ভাগ্য এখন নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর।


এরই মধ্যে চেন্নাই দলের অংশীদারদের প্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্টসের মালিকানায় এসেছে বড় রদবদল। ইন্ডিয়া সিমেন্টসের মালিকানার ৩৩.৭২ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়া হয়েছে আদিত্য বিড়লা গ্রুপের কাছে। এরপরই আলোচনা তৈরি হয়েছে চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ নিয়ে।


আপাতত জানা গেছে চেন্নাই সুপার কিংস স্বাধীন সংস্থা হিসেবে এখন থেকে পরিচালিত হবে। দলটির শেয়ার হোল্ডাররাই মালিক হিসেবে থাকছেন। ফলে বড় কোনো পরিবর্তন আসছে না আইপিএলের অন্যতম সফল এই দলটিতে। ২০১৫ সালেই চেন্নাইয়ের মালিকানা থেকে সরে গিয়েছিল ইন্ডিয়া সিমেন্টস।


সেই সময় তারা দলটির মালিকানা ভাগ করে দেয় শেয়ার হোল্ডারদের মাঝে। তারাই এখনও দলটির মালিকানায় থাকছেন। তবে সেটা পরিচালিত হবে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড নামে। চেন্নাই দলের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন বলেছেন, 'চেন্নাই সুপার কিংস ও ইন্ডিয়া সিমেন্টস দুটি পৃথক সংস্থা। ইন্ডিয়া সিমেন্টস আর সিএসকে-র নিয়ন্ত্রক নয়। ক্রিকেট দল এখন থেকে পরিচালনা করবে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড নামক সংস্থা।'



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball