promotional_ad

ওয়েস্ট ইন্ডিজকে প্রথম দিনে গুঁড়িয়ে দিয়েও স্বস্তিতে নেই ইংল্যান্ড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওপেনারদের ব্যাটে দারুণ শুরু। এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-ধস। বিনা উইকেটে ৭৬ রান থেকে ১১৫ রানে পৌঁছাতে পাঁচটি উইকেট হারায় দলটি। শেষমেশ ২৮২ রানে প্রথম দিনেই অলআউট হয় দলটি। তবে এই রান নিয়েও শেষ বিকেলে দারুণ লড়াই করে ক্যারিবিয়ানরা। ৩৮ রান তুলতেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড।


ব্যাট হাতে অসাধারণ শুরুর পরও ওয়েস্ট ইন্ডিজের ধসের কারণ ছিল ইংল্যান্ডের পেস আক্রমণ। তিন পেসার গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস ও মার্ক উডের তোপে এ দিন তেমন সুবিধা করতে পারেননি ক্যারবিয়ানরা।



promotional_ad

২৬ রান করা ওপেনার মিখাইল লুইসকে ফেরান অ্যাটকিনসন। এরপর ইয়র্কারে কার্ক ম্যাকেঞ্জির মিডল স্টাম্প উড়িয়ে দেন উড। ৬১ রান করা ক্রেইগ ব্র্যাথওয়েটও আউট হন উডের বলে। তারপর অ্যালিক অ্যাথানেজকেও ফিরিয়েছেন অ্যাটকিনসন।


ওকসের বলে আউট হন কাভেম হজ। সেখান থেকে দা সিলভাকে সঙ্গে নিয়ে দলকে পথ দেখান জেসন হোল্ডার। এই দুজন গড়েন ১০৯ রানের জুটি। জুটিটি ভাঙেন ওকস। দা সিলভা ফিরে যান ৪৯ রান করে।


একের পর এক ইনসুইং করার পর হঠাৎ করেই তাকে আউটসুইং দিয়ে দ্বিধায় ফেলেন ওকস। সেই ফাঁদে পা দিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন দা সিলভা। এরপর আলজারি জোসেফকেও বিদায় করেন ওকস। তারপর ৫৯ রান করা হোল্ডারকে বিদায় করেন অ্যাটকিনসন।



ইংল্যান্ডের পেসারদের মধ্যে চার উইকেট নেন আটকিনসন, ওকস নেন তিনটি। এরপর ইংল্যান্ডকেও স্বস্তি দেননি ক্যারিবিয়ান পেসাররা। ১৩ বলে ১৮ রান ওরা জ্যাক ক্রলিকে ফেরান জেইডেন সিলস।


নাইটওয়াচম্যান মার্ক উডকেও বিদায় করেন তিনি। দুটি ক্যাচই লুফে নেন হোল্ডার। আরেক ওপেনার বেন ডাকেটকে তিন রানে বোল্ড করেন আলজারি জোসেফ। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন অলি পোপ ও জো রুট। সিরিজের প্রথম দুটি টেস্ট জিতে এরই মাঝে তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball