promotional_ad

পাকিস্তানে যাওয়া নিরাপদ নয় বলছেন হরভজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও এই টুর্নামেন্টে খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন, ভারত সরকার অনুমতি দিলে তবেই পাকিস্তানে আইসিসির টুর্নামেন্টটি খেলতে যাবে ভারত।


ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন হরভজন সিং। সাবেক এই অফ স্পিনার মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য নিরাপদ নয় পাকিস্তান। প্রতিদিনই দেশটির বিভিন্ন জায়গায় হামলা ও দূর্ঘটনার ঘটনা ঘটছে।



promotional_ad

এ প্রসঙ্গে ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সিকে হরভজন বলেছেন, ‘পাকিস্তানে কেন যাওয়া উচিত ভারতের? পাকিস্তানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। পরিস্থিতি এমন যে প্রতিদিন পাকিস্তানে কিছু না কিছু ঘটনা ঘটছে। আমি মনে করি না, সেখানে খেলতে যাওয়াটা নিরাপদ।’


ক্রিকেটারদের জীবনে নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব হিসেবে দেখছেন হরভজন। খেলোয়াড়দের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেয়ার প্রয়োজন নেই বলেই মনে করেন তারা। এ প্রসঙ্গে হরভজন আরও বলেন, ‘বিসিসিআইয়ের সিদ্ধান্ত একদম সঠিক। খেলোয়াড়দের জীবনের নিরাপত্তার চেয়ে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। বিসিসিআইয়ের সিদ্ধান্তের পক্ষে আছি।’


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও নানাভাবে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত করছে। যদিও ভারত নিজেদের অবস্থানে এখনও অনড়। তাদের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।



এরপর পাকিস্তানে যেতে নাখোশ ভারতীয় দল। এর আগে ভারতের আপত্তির কারণে এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল হাইব্রিড ফরম্যাটে। ফলে ভারতের সব ম্যাচই হয়েছিল শ্রীলঙ্কাতে। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড ফরম্যাট চায় ভারত। এখন দেখার বিষয় ভারতের এই দাবি মেনে নেয় কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball