promotional_ad

ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন চামিরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ কয়েক বছর ধরে চোটের সঙ্গে লড়াই করছেন দুশমন্থ চামিরা। চোটের কারণে বেশ কয়েকটি টুর্নামেন্ট ও সিরিজ মিস করেছেন তিনি। একই কারণে আরও একবার ছিটকে যাচ্ছেন ডানহাতি এই পেসার। চোটের কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষ চামিরার। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।


চলতি মাসের শুরুর দিকে হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলেছেন চামিরা। যদিও টুর্নামেন্টের শেষের দিকে এসে একাদশে সুযোগ পাননি ডানহাতি এই পেসার। চোটের কারণে এমনটা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। চামিরার বদলি হিসেবে একাদশে পেতে পারেন আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কার মাঝে কেউ। 



promotional_ad

তারা দুজনই স্কোয়াড থেকে বাদ পড়েছেন। এ ছাড়া কাসুন রাজিথাকেও বিবেচনা করা হতে পারে। চামিরার চোট নিয়ে প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা বলেন, ‘গতকালই মাত্র আমরা রিপোর্ট হাতে পেয়েছি। এটা নিশ্চিত হতে পেরেছি যে সে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ মিস করবে।’


চোটের কারণে এবারই প্রথম চামিরা স্কোয়াড থেকে বাদ পড়লেন না। এর আগে ২০২২ সালের এশিয়া কাপে খেলতে পারেননি ৩২ বছর বয়সী এই পেসার। একই বছর চোটের কারণে অস্ট্রেলিয়াতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি চামিরা। কাঁধের চোটে শুরুতে স্কোয়াডে সুযোগ পাননি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও। 


যদিও পরবর্তীতে মাথিশা পাথিরানার বদলি হিসেবে ডাক পেয়েছিলেন চামিরা। চলতি বছরের শুরুতে বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের মাঝ পথেও ছিটকে গিয়েছিলেন তিনি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি ডানহাতি এই পেসার। 



চলতি বছরের শুরুতে অপ্রত্যাশিতভাবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এরপর জুনে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এলপিএলে ১৫১.৭৪ স্ট্রাইক রেটে ২৬১ রান করলেও ভারতের বিপক্ষে সুযোগ পাননি। প্রধান নির্বাচক থারাঙ্গা নিশ্চিত করেছেন তাকে আর টি-টোয়েন্টিতে বিবেচনা করা হবে না। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball