promotional_ad

শ্রীলঙ্কার নতুন অধিনায়ক আসালাঙ্কা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। এই ব্যর্থতার জেরে ২০ ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার নতুন অধিনায়ক হিসেবে চারিথ আসালাঙ্কার নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।


ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে নিজের দায়িত্ব শুরু করবেন আসালাঙ্কা। আসন্ন এই সিরিজের জন্য দলও ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার দীনেশ চান্দিমাল। ২০২২ সালে সর্বশেষ শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।


লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) গত আসরে দুর্দান্ত খেলেছেন তিনি। ১৬৮.৮২ স্ট্রাইক রেটে ২৮৭ রান করেন চান্দিমাল। অবশ্য ভালো এলপিএল কাটালেও দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের। এদিকে আসালাঙ্কা এর আগেও শ্রীলঙ্কাকে খণ্ডকালীনভাবে নেতৃত্ব দিয়েছেন।



promotional_ad

চলতি বছরের শুরুতে হাসারাঙ্গা নিষিদ্ধ থাকার সময় বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। এক সময় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকেও নেতৃত্ব দিয়েছেন এই ব্যাটার। সম্প্রতি অধিনায়ক হিসেবে জাফনা কিংসকে এলপিএলের শিরোপা এনে দিতেও ভূমিকা রেখেছেন এই ব্যাটার।


চলতি মৌসুমেই থিসারা পেরেরার কাছ থেকে নেতৃত্ব বুঝে নেন এই ক্রিকেটার। প্রথম মৌসুমেই সাফল্য দেখলেন তিনি। এবার জাতীয় দলেরও দায়িত্ব পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। আগামী শনিবার ক্যান্ডির পাল্লেকেলেতে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


এরই মধ্যে সিরিজে অংশ নিতে শ্রীলঙ্কায় পৌঁছেছে ভারতীয় দল। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আগামী ২ আগস্ট কলম্বোতে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কা এখনও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেনি।  


শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল-



চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ওয়েলালাগে, মাহিশ থিকশানা, কামিন্দু বিক্রমাসিংহে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দুশমান্থ চামিরা ও বিনুরা ফার্নান্দো।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball