promotional_ad

শ্রীলঙ্কায় রোহিতকে চান গম্ভীর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) চাওয়াতে শ্রীলঙ্কা সফরে বিশ্রামে থাকার কথা ছিল রোহিত শর্মার। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে খুব বেশি ৫০ ওভারের ম্যাচ না থাকায় লঙ্কা সফরে রোহিতকে দলে যাচ্ছেন গৌতম গম্ভীর। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।


টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর থেকেই ছুটি কাটাচ্ছেন বেশিরভাগ ক্রিকেটাররা। পরিবার নিয়ে ছুটি কাটাতে বর্তমানে ইংল্যান্ডে আছেন। কদিন আগে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো রোহিতের ফেরার কথা ছিল ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। বিসিসিআই শুরুতে এমন পরিকল্পনা করলেও পরবর্তীতে সেটা বদলে যাচ্ছে।



promotional_ad

প্রধান কোচ গম্ভীরের চাওয়াতে শ্রীলঙ্কা সফরে ফেরানো হতে পারে রোহিতকে। এমনটা হলে লোকেশ রাহুল কিংবা শুভমান গিল নয় অধিনায়ক হিসেবে লঙ্কা দ্বীপে যাবেন তিনি। খুব দ্রুতই নিজের সিদ্ধান্তের কথা বিসিসিআইকে জানাতে পারেন ভারতের অধিনায়ক।


রোহিত শেষ পর্যন্ত রাজি হলেও বিশ্রামে থাকতে পারেন বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহ। এমন তথ্য জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। গুঞ্জন আছে হার্দিক পান্ডিয়াও ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম নিতে পারেন। ফিটনেস নিয়ে গুঞ্জন থাকলেও একটি সূত্র নিশ্চিত করেছে ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিচ্ছেন হার্দিক। 


ওয়ানডেতে না খেললেও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন তারকা এই অলরাউন্ডার। সহ-অধিনায়ক হওয়ায় রোহিতের জায়গায় ভারতকে নেতৃত্ব দেয়ার কথা ছিল তার। তবে ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে পারেন সূর্যকুমার যাদব। 



শ্রীলঙ্কা সফরেও তাই ভারতকে নেতৃত্ব দিতে পারেন তারকা এই ব্যাটার। যদিও তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই। জানা গেছে দ্রুতই শ্রীলঙ্কা সফরের জন্য দ্রুতই দল ঘোষণা করবে ভারত। সেখানেই নতুন অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে সূর্যকুমারকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball