promotional_ad

জিম্বাবুয়ে সিরিজের জন্য আয়ারল্যান্ডের টেস্ট দল ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। যেখানে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের সাদা পোশাকের দলে সুযাগ পেয়েছেন গ্যাভিন হোয়ে। ১৪ সদস্যের স্কোয়াডে একমাত্র আনক্যাপড ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন তিনি।


ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করার সুবাদে জাতীয় দলের জার্সিতে ডাক পেয়েছেন গ্যাভিন। ডানহাতি এই লেগ স্পিনার প্রথম শ্রেণির ক্রিকেটে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে গ্যাভিনের শিকার ২১ ম্যাচে ৩১ উইকেট। দলের প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখতে পারেন তিনি।



promotional_ad

তাকে নিয়ে আয়ারল্যান্ডের নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, ‘হোয়ে একজন প্রতিভাবান লেগ স্পিনার। দুই দিকেই বল টার্ন করানোর মতো সক্ষমতা আছে। উইকেট নেয়ার জন্য সে আমাদের ভালো একটা বিকল্প হবে। অনেকদিন ধরেই সে আমাদের অধীনে ছিল এবং সে তিন ফরম্যাটের ক্রিকেটার।’


গ্যাভিনের অন্তর্ভুক্তি আয়ারল্যান্ডের তৃতীয় স্পিন বোলিং অপশন। ২২ বছর বয়সী এই লেগ স্পিনারের সঙ্গে স্কোয়াডে আছেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও ম্যাথু হামফ্রেস। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হওয়া হামফ্রেসকে নিয়েও প্রশংসা করেছেন নির্বাচক হোয়াইট।


আগামী ২৫ জুলাই বেলফাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে আয়ারল্যান্ড। ঘরের মাঠে এটি তাদের দ্বিতীয় টেস্ট। এর আগে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল তারা। টেস্ট মর্যাদা পাওয়ার পর সেটি তাদের অভিষেক ম্যাচও ছিল।



আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেস, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থী, জেমস ম্যাককলাম, পিটার মুর, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball