promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপুল ক্ষতি, কারণ খুঁজছেন আইসিসি কর্তারা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল আমেরিকা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বেশ কিছু দেশের খেলা হয়েছে আমেরিকার কয়েকটি ভেন্যুতে। বিশ্বকাপ সুন্দরভাবে শেষ হলেও এবার বাজেটের থেকে খরচ একটু বেশিই হয়েছে। আমেরিকা পর্বে কেন বেশি খরচ হল, সেটা নিয়ে উদ্বিগ্ন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্তারা। এর কারণ খুঁজে বের করতে চান তারা।


আগামী ১৯-২২ জুলাই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় হবে আইসিসির গভর্নিং কাউন্সিলের বার্ষিক সম্মেলন। সেখানে অনেক ধরনের আলোচনার পাশাপাশি এটা নিয়েও কথা বলতে চায় কর্তারা। বিশ্বকাপে 'অপ্রত্যাশিত' ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে আইসিসি।



promotional_ad

কেননা বিশ্বকাপের আয়-ব্যয়ের চূড়ান্ত হিসাব এখনও হয়নি। প্রাথমিক ভাবে যে প্রতিবেদন আইসিসির হাতে আছে, তাতে মনে হচ্ছে শুধু খরচই বেশি হয়নি। লাভের বদলে অন্তত লক্ষাধিক ডলার ক্ষতি হয়েছে আইসিসির।


এসব কারণে আগেই ইস্তফা দেন এবারের এই প্রতিযোগিতার ডিরেক্টর ক্রিস টেটলি। দায়িত্ব ছাড়লেও সমালোচনা এড়িয়ে চলতে পারছেন না তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এতো বেশি ক্ষতির কারণ হিসেবে তাকে দায়ী করছেন অনেকেই।


আইসিসির এক কর্তা বলেছেন, 'বোর্ডের অনেক সদস্যই টেটলির কাজে খুশি নন। টেটলি ইস্তফা দিলেও বিশ্বকাপের আমেরিকা পর্বের ক্ষতির দায় তিনি এড়াতে পারেন না। আমেরিকার আরও কিছু শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা যেত।'



'কিন্তু যে কোনও কারণেই হোক টেটলি নিউইয়র্কের বাইরে ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক ছিলেন না। এমন কী বিশ্বকাপের ম্যাচগুলি যে পিচগুলিতে হয়েছে, তাতে প্রতিযোগিতা শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও ব্যবস্থা করেননি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball