promotional_ad

'দুই বছর আগেও কে চার মেরেছে মনে থাকে বুমরাহর'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটাতে হয় ক্রিকেটারদের। আর বড় দলগুলোর ক্রিকেটারদের ব্যস্ততা আরও বেড়ে যায় দ্বিগুণ। এর ফলে অনেক প্রতিপক্ষ ক্রিকেটারদের চেহারাই ভুলে যাওয়া স্বাভাবিক। তবে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ জানিয়েছেন দুই বছর আগেও খাওয়া চারের কথা মনে থাকে তার।


এমনই তথ্য জানিয়েছেন ভারতীয় দলের সদ্য বিদায়ী বোলিং কোচ পরস মাম্রে। তিনি আরও জানিয়েছেন বুমরাহর সঙ্গে কোচ হিসেবে খুব বেশি কাজও করতে হয় না। ভারতীয় এই পেসার নিজের কাজটা বেশ ভালোভাবেই বুঝতে পারেন। বুমরাহ তার লড়াকু মনোভাবের কারণেই এই অবস্থানে আছেন বলে জানিয়েছেন।



promotional_ad

এ প্রসঙ্গে মামব্রে বলেছেন, 'খুব মজাদার একটা ব্যাপার। সে এমন এক বোলার, আমি দেখেছি দুই বছর আগে কখনো যদি কোন ব্যাটার চার মারে তাকে, সেটাও তার জানা থাকে। মনে থাকে। ও অনেক লড়াকু মনোভাবের। আমার মনে হয় সেটি মাঠেও দেখা যায়।'


২০২১ সালের নভেম্বরে ভারতের কোচিং স্টাফে যোগ দেন মামব্রে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে মামব্রের। বুমরাহর ভালো পারফরম্যান্সের ক্রেডিট নিতে তার বেশ ভালোই লাগে। এই পেসারকে তিনি জেনারেশনাল ট্যালেন্ট বলেও আখ্যা দিয়েছেন।


মামব্রের ভাষ্য, 'আমার মনে হয়, আমাকে বেশি কিছু করতে হয় না। আমি অনেক কাজ করেছি তার সঙ্গে, এটা বলতে আমি পছন্দ করবো। বুমরাহ পারফর্ম করছে, বোলিং কোচ হিসেবে আমি ক্রেডিট নিব- এর চেয়ে ভালো কী হতে পারে! তবে সত্যি বলতে তার মতো বোলার কোন প্রজন্মে একবারই আসে।'



বুমরাহর দক্ষতার প্রশংসা করে মামব্রে বলেন, 'অসাধারণ দক্ষতা রয়েছে (বুমরাহর), পরিশ্রম থেকে এসেছে অবশ্যই। প্রথম শ্রেণীর ক্রিকেটে অনেক সময় কাটিয়ে এসেছেন। খুব ভালো বোঝেন ক্রিকেট সম্পর্কে, নিজের খেলা সম্পর্কে। খুব পরিষ্কার গেমপ্ল্যান থাকে। ব্যাটারকে কী যন্ত্রণা দিচ্ছে, কোন বল কষ্ট দিচ্ছে। হয়তো বুমরাহ বোলার হওয়ায় ব্যাটার কিছুটা অস্বস্তিতে আছে, তো সেটার ফায়দা কীভাবে নেওয়া যায়। বুমরাহ এসব সূক্ষ্ম বিষয়াদি ধরতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball