promotional_ad

গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার অনুমতি পেলেন না বাবর-রিজওয়ানও

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার ব্যাপারে খুবই কঠোর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগেও অনেকবার তারকা ক্রিকেটারদের অনাপত্তি পত্র আটকে দিয়ে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তানের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।


কদিন আগেই তারা নাসিম শাহর দ্য হান্ড্রেডে অংশগ্রহণ আটকে দিয়েছে। এবার ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে ২৫ জুলাই থেকে কানাডায় শুরু হওয়া গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার অনুমতি পাচ্ছেন না শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমকে।



promotional_ad

মূলত তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই তাদেরকে আটকে দিয়েছে পিসিবি। কদিন পরেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ২১ আগস্ট দুই দলের টেস্ট সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে চায় পাকিস্তান।


যেন ক্রিকেটাররা পরিপূর্ণ ফিট থেকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারেন বাবররা। চলতি বছরের মাঝামাঝি থেকে আগামী বছরের মে পর্যন্ত ব্যস্ত সূচি অপেক্ষা করছে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য। এ কারণে পাকিস্তানের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে সামনে আরও কঠোর হতে পারে। 


এ কারণে সিরিজ চলাকালীন কোনো ক্রিকেটারই বিদেশি লিগে খেলার অনুমতি পাবে না। অবশ্য গত বছর কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী প্রতি ক্রিকেটারকে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয়া হয়েছিল। তবে সে সময় অবশ্যই জাতীয় দলের খেলা থাকতে পারবে না।



যদিও এবার জাতীয় দলের খেলা না থাকা সত্ত্বেও বিদেশি লিগে খেলার অনুমতি পাচ্ছেন না। এ কারণে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষও তৈরি হতে পারে। অবশ্য ক্রিকেটারদের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কোনো কিছু জানা যায়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball