promotional_ad

জায়সাওয়ালের ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, সিরিজ ভারতের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে বড় ধাক্কা খেয়েছিল ভারত। এরপর টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে শুভমান গিলের দল। শনিবার তারা জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে। স্বাগতিকদের করা ১৫৩ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত।


মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে কোনো বেগ পেতে দেননি গিল ও ইয়াশভি জায়সাওয়াল। জায়সাওয়াল ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। আর অপরপ্রান্তে ৫৮ রানে অপরাজিত ছিলেন গিল। আর তাতেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে ভারতের।



promotional_ad

এর আগে ব্যাট হাতে নেমে বেশ ভালোই শুরু করেছিল জিম্বাবুয়ে। দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে ও তাদিওয়ানাশি মারুমানি গড়েন ৫২ বলে ৬৩ রানের জুটি। মারুমানিকেন ফিরিয়ে ভারতকে প্রথম উইকেটের স্বাদ দেন অভিষেক শর্মা। মাঝের ওভারগুলোতে জিম্বাবুয়েকে রানই তুলতে দেয়নি ভারত।


৯ থেকে ১৫—এই ৭ ওভারে মাত্র ৪০ রান তুলতে পারে তারা। এর মধ্যে ৪ উইকেট হারিয়ে বড় সংগ্রহের সুযোগ হারায় তারা। শেষদিকে সিকান্দার রাজা ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেলে জিম্বাবুয়ের লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেন। শেষ পাঁচ ওভারে তারা তুলেছে ৫৪ রান।


এই ম্যাচে অভিষেক হওয়া তুষার দেশপান্ডে রাজাকে আউট করেছেন ইনিংসের শেষদিকে। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার প্রথম উইকেট। জিম্বাবুয়ে শেষদিকে ৯ বলে মাত্র ১১ রান তোলে। নাহলে তাদের সংগ্রহটা আরও বড় হতেই পারত।



ভারতের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন খলিল আহমেদ। অভিষেক ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন দেশপান্ডে, ওয়াশিংটন সুন্দর ও শিভম দুবে। ভারতের বোলারদের মধ্যে উইকেটশূন্য ছিলেন কেবল লেগ স্পিনার রবি বিষ্ণই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball