promotional_ad

আইসিসির দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে বিশ্বকাপের উইকেট?

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন আগেই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরটি বেশ কয়েকটি কারণেই ছিল দারুণ আলোচিত। এর মধ্যে একটি হলো বাজে উইকেট। বিশ্বকাপ জুড়েই লো স্কোরিং উইকেট নিয়ে সমালোচনা ছিল অনেক। 


এরই মধ্যে আইসিসির দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। এর মধ্যে রয়েছেন আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি এবং মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার ক্লেইরি ফারলং। ধারণা করা হচ্ছে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেট দিতে না পারার ব্যর্থতার কারণেই এই দুই কর্মকর্তা পদত্যাগ করেছেন।



promotional_ad

সপ্তাহখানেক পরেই শ্রীলঙ্কার কলম্বোতে বসতে যাচ্ছে আইসিসির বার্ষিক সাধারণ সভা। এর আগে এই দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ বড় আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, তাদের হঠাৎ এই সিদ্ধান্তে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো বিষয় জড়িয়ে থাকতে পারে।


অবশ্য আইসিসির ভেতরের একটি সূত্র জানিয়েছে তাদের পদত্যাগের বিষয়টি কয়েক মাস আগে থেকেই জানানো হয়েছিল। আইসিসির বার্ষিক সভায় এই দুজনই বড় জেরার মুখে পড়তে পারেন। বিশেষ করে নাসাউ কাউন্টি গ্রাউন্ডের রিভিউয়ে বেশ বড় চাপে ছিলেন আইসিসির এই দুই কর্মকর্তা।


এ ছাড়া যুক্তরাষ্ট্রের লডারহিল, ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টসহ আরও বেশ কয়েকটি ভেন্যুতে লো স্কোরিং ম্যাচ হয়েছে যা বিশ্বকাপের উত্তেজনায় কিছুটা হলেও বাদ সেধেছে। আইসিসির এই দুই কর্মকর্তা পদত্যাগ করলেও আইসিসির সভায় উপস্থিত থাকবেন।



এমনকি আরও কিছুদিন আইসিসির দায়িত্ব পালন করবেন। যাতে করে নতুন যে কর্মকর্তারা যুক্ত হবেন তারা যেন নিজেদের কাজ বুঝে নিতে পারেন। বিশ্বকাপের মাঝ পথেই পিচ নিয়ে সমালোচনার জবাব দিতে হয়েছিল আইসিসিকে। সে সময় তারা জানিয়েছিল পিচ যত দ্রুত আরও পরিণত করে খেলার উপযোগী করা যায়, সেই চেষ্টা করছেন তারা।


যদিও সেটা পুরোপুরি সম্ভব হয়নি। বিশেষ করে ভারত-পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচও হয়েছিল লো স্কোরিং। ভারতের দেয়া ১১৯ রানের লক্ষ্যও পাড়ি দিতে পারেনি পাকিস্তান। এর বাইরে সাউথ আফ্রিকা-শ্রীলঙ্কা, বাংলাদেশ-সাউথ আফ্রিকা ও ভারত-যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি ম্যাচেই একই পরিস্থিতি তৈরি হয়েছিল। সব মিলিয়ে এই ঘটনার ঝটকা পড়েছে আইসিসিতেও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball