নাসিমকে দ্যা হান্ড্রেডে খেলার অনাপত্তিপত্র দেয়নি পিসিবি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন দ্যা হান্ড্রেড টুর্নামেন্টে খেলার কথা ছিল নাসিম শাহের। যদিও এই পেসারকে অনাপত্তিপত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির একটি ঘনিস্ট সূত্র মিডিয়াকে জানিয়েছে এমনটাই।
দ্যা হান্ড্রেড টুর্নামেন্টে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার জন্য পিসিবির কাছে অনেক আগেই অনাপত্তিপত্র চেয়েছেন নাসিম। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে তাকে অনাপত্তিওত্র দেয়নি পিসিবি।

গত বছর বেশ কয়েকবার ইনজুরিতে পড়েছেন নাসিম। লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন এই পেসার। আগামী মৌসুমে টেস্ট চ্যাম্পিয়নশিপের বেশ কিছু ম্যাচ খেলবে পাকিস্তান। যেখানে নাসিমকে খেলাতে চায় দলটি।
এদিকে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই খেলেন নাসিম। সবকিছু বিবেচনা করে তার সঙ্গে আলোচনা করে পিসিবি কর্তারা। কথা-বার্তা বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
দ্যা হান্ড্রেড টুর্নামেন্টে দামি ক্রিকেটারদের একজন ছিলেন নাসিম। এই আসরে খেলার জন্য এক লাখ ২৫ হাজার পাউন্ড পেতেন তিনি। পাকিস্তানি রুপিতে এই অর্থের পরিমাণ ৪৫ মিলিয়ন! অবশ্য এই লিগে খেলতে না দেয়ায় নাসিমকে কোনও ক্ষতিপূরণ দেবে কিনা পিসিবি সেটা এখনও জানা যায়নি।
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে দল হিসেবে ব্যর্থ হয় পাকিস্তান। ভারত এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। দল বিদায় নিলেও উজ্জ্বল ছিল নাসিমের পারফরম্যান্স। তিন ম্যাচে পাঁচ উইকেট নেন তিনি।