ফর্মে থাকলে ভারতীয়দের ৩ ফরম্যাটেই খেলতে বলছেন গম্ভীর

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে এখনও যোগ দেননি গৌতম গম্ভীর। আগামী শ্রীলঙ্কা সিরিজ় থেকে দায়িত্ব নেবেন দলটির নতুন এই হেড কোচ। এর আগেই দলকে বিশেষ বার্তা দিলেন এই কোচ। ফিটনেস এবং ফর্ম বজায় রাখতে পারলে একই ক্রিকেটারকে তিন ফরম্যাটেই খেলাতে চান তিনি।


এক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ওপর একেবারেই আস্থা নেই গম্ভীরের। আধুনিক ক্রিকেটে একজন ক্রিকেটারকে ইনজুরি থেকে দূরে সরিয়ে রাখতে বেছে বেছে ম্যাচ খেলানো হয়। তাতে সেই ক্রিকেটারের ক্ষতি বলেই মনে করেন গম্ভীর।


এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'চোট খেলোয়াড়দের জীবনের অংশ। কেউ তিন ধরনের ক্রিকেট খেললে চোট লাগতেই পারে। চোট লাগলে আবার ফিট হয়ে ফিরতে হয়। তার পর আবার সে তিন ধরনের ক্রিকেটই খেলতে পারে। কাউকে নির্দিষ্ট কোনও ধরনের ক্রিকেটের জন্য চিহ্নিত করতে চাই না। কেউ শুধু টেস্ট খেলবে, এটা বলা যায় না। তার উপর যাতে বেশি চাপ না পড়ে বা চোট না লাগে, সেই ভাবে ব্যবহার করায় ব্যবস্থায় বিশ্বাস করি না।'


promotional_ad

'এক জন পেশাদার ক্রিকেটারের জীবন খুব বড় হয় না। সে যখন দেশের হয়ে খেলে, তখন তার লক্ষ্য থাকে যত বেশি সম্ভব খেলা। কেউ ভালো ফর্মে থাকলে, তার তিন ধরনের ক্রিকেটই খেলা উচিত।'


ভারতের হয়ে দুই ফরম্যাটে দুটি বিশ্বকাপ জেতা গম্ভীরের কাছে সবকিছুর আগে নিজ দল। নিজের দলের কথা চিন্তা করেই সবাইকে পারফর্ম করতে বলছেন সাবেক এই টপ অর্ডার ব্যাটার। এক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিতে বলছেন গম্ভীর।


তিনি আরও বলেন, 'ক্রিকেটারদের একটাই কথা বলতে চাই। সততার সঙ্গে খেল। পেশাদার হিসাবে যতটা সম্ভব ততটা সৎ থাকার চেষ্টা কর। তা হলেই সাফল্য পাবে। আমি যখন ব্যাট করতাম, তখন কখনও ফলের কথা ভাবতাম না। কখনও নিজের কথা ভেবে খেলিনি কথা। লক্ষ্য থাকত যত বেশি সম্ভব রান করা। পেশাগত ভাবে সব সময় সৎ থাকার চেষ্টা করেছি।


'সকলের উচিত দলকে জেতানোর জন্য নিজের সেরাটা দেওয়া। দলগত খেলায় এটাই প্রয়োজন। মাথায় রাখতে হবে, ক্রিকেট কোনও ব্যক্তিগত খেলা নয়। তাই এখানে ব্যক্তিগত সাফল্যের কথা ভেবে খেললে হবে না। দলই সবার আগে। দলই সব। এক জন ক্রিকেটারের স্বার্থ সব শেষে।'


শ্রীলঙ্কা সিরিজে দলের দায়িত্ব নেয়ার আগেই নিজের সাপোর্ট স্টাফ বাছাই করে নেবেন গম্ভীর। এক্ষেত্রে ভারতের ব্যাটিং কোচ হিসেবে অভিষেক নায়ারকে চান তিনি। এ ছাড়া বোলিং কোচ হিসেবে মরনে মরকেল, ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডস এবং সহকারী কোচ হিসেবে রায়ান টেন ডাসকাটেকে চান তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball