promotional_ad

‘পুরো নির্বাচক কমিটি ব্যর্থ, সবাইকে সরিয়ে দেয়া উচিত’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ ম্যাচে ‘কিছু করে দেখাতে চায়’ পাকিস্তান

১৪ ঘন্টা আগে
বাংলাদেশ ম্যাচে ‘কিছু করে দেখাতে চায়’ পাকিস্তান, ফাইল ফটো

সদ্য শেষ হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে খুবই বাজে পারফরম্যান্স করেছে পাকিস্তান। দলটি আগেভাগে বাদ পড়ায় ম্যানেজমেন্টে এসেছে পরিবর্তন। সাত সদস্যের নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাক। যদিও দেশটির সাবেক ক্রিকেটার সরফরাজ নেওয়াজের মতে, বাকি সদস্যদেরও বিদায় করে দেয়া উচিত।


নির্বাচক কমিটির অবশিষ্ট পাঁচ সদস্য হলেন বাবর আজম (ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক), গ্যারি কারস্টেন (হেড কোচ), মোহাম্মদ ইউসুফ, আসাদ শফিক এবং বিলাল আফজাল (ডাটা এনালিস্ট)।



promotional_ad

এদের মধ্যে আগের কমিটির দুই নির্বাচক হলেন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক। সরফরাজের মতে, এদের কেউই এই পদে বসার যোগ্য নন। পাকিস্তান ক্রিকেটে আরও বড়সড় পরিবর্তন চান তিনি।


সরফরাজ বলেন, ‘নির্বাচক কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল। বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে নির্বাচক কমিটির প্রত্যেক সদস্য বলেছিল যে সবার মতের ভিত্তিতেই দল গঠন করা হয়েছে। দল নির্বাচন নিয়ে কমিটির প্রত্যেক সদস্যেরই দায় আছে। তাই সবাইকে সরিয়ে দেওয়া উচিত। পুরো নির্বাচক কমিটিই ব্যর্থ।’


‘পুরো সিস্টেমকে সঠিক পথে ফেরাতে বড় রকমের অস্ত্রোপচার প্রয়োজন। নির্বাচক কমিটি তিন সদস্যের হওয়া উচিত এবং শুধু ওয়াহাব আর আবদুল রাজ্জাককে সরিয়ে দেওয়াই যথেষ্ট নয়। এমনকি আসাদ শফিক ও মোহাম্মদ ইউসুফও কাজের লোক নয়।’



একইসাথে সাদা বলের ক্রিকেটে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন তিনি।
তার মতে, বাবর আজম এই মুহূর্তে আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন।


সরফরাজ বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে রিজওয়ান কেপিকে–কে (খাইবার পাখতুন) অতীতে সব ধরনের প্রতিযোগিতা জিতিয়ে নিজের অধিনায়কত্বের বিষয়টি প্রমাণ করেছে। মুলতান সুলতানেও বছরের পর বছর তাঁর নেতৃত্ব একই রকম। এ কাজের জন্য সে–ই সেরা। বাবর আজমের আত্মবিশ্বাস তলানিতে এবং অধিনায়ক হিসেবে তাকে বিবেচনা করা উচিত নয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball