নির্বাচক কমিটি থেকে বরখাস্ত হয়ে ক্ষুব্ধ রাজ্জাক

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স ছিল পাকিস্তান দলের। বাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত করা হয়েছে ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে। সাত সদস্যের নির্বাচক কমিটিতে আর থাকছেন না এই দুজন। বরখাস্ত হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্জাক।
ভারত এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ হেরে শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে পাকিস্তান। এরপরই ধারণা করা হচ্ছিল দলটির টিম ম্যানেজমেন্টে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে। হলোও তাই। যদিও পিসিবির এমন সিদ্ধান্তে হতাশ রাজ্জাক।

পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, 'সবাইকে যদি সমান ক্ষমতা দেয়া হয়, তাহলে নির্বাচক কমিটিতে একজনের ভোটের মূল্য কীভাবে বাকি ছয়জনের থেকে বেশি হয়??'
মাত্র কয়েক সপ্তাহ আগেই পাকিস্তানের নারী এবং পুরুষ ক্রিকেটের নির্বাচক প্যানেলে যোগ দেন রাজ্জাক। অনেকটা বিস্ময়করভাবেই বহিষ্কার করা হলো তাকে। এদিকে ওয়াহাব বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে আছেন।
সাবেক এই পেসারের বরখাস্ত হওয়ার ঘটনা কিছুটা অনুমেয় ছিল। বছরের শুরুতে তাকে প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়া হয়, যুক্ত করা হয় সাত সদস্যের নির্বাচক কমিটিতে। বিশ্বকাপে দলের সঙ্গে টিম ম্যানেজার হিসেবেও ছিলেন তিনি।
নির্বাচক কমিটির অবশিষ্ট পাঁচ সদস্য হলেন বাবর আজম (ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক), গ্যারি কারস্টেন (হেড কোচ), মোহাম্মদ ইউসুফ, আসাদ শফিক এবং বিলাল আফজাল (ডাটা এনালিস্ট)।