promotional_ad

এশিয়া কাপে শিরোপা জিতে বিশ্বকাপের আত্মবিশ্বাস চান নাহিদা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি সংস্করণের নারী এশিয়া কাপ। তারপর অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপ জিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আত্মবিশ্বাস নিতে চান নাহিদা আক্তার।


বাংলাদেশ নারী দল সাম্প্রতিক সময়ে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলে গত মে মাসে। সিলেটে ভারত নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হারে নিগার সুলতানার দল। আন্তর্জাতিক অঙ্গনে এ কারণেই আত্মবিশ্বাস চান নারী দলের ক্রিকেটাররা।



promotional_ad

বিসিবির এক ভিডিও বার্তায় নাহিদা বলেন, ‘এখানে যদি আমরা ভালো করি, সেটা আমাদের আত্মবিশ্বাস দেবে। আমরা যদি সেমিফাইনালে যেতে পারি, তখন তো ফাইনালও খেলার সুযোগ থাকবে। ওখান থেকে যে আত্মবিশ্বাস পাব, সেটা আমাদের বিশ্বকাপে কাজে লাগবে।’


ভারত সিরিজের পর অবশ্য বাংলাদেশের মেয়েরা খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। এই লিগে যারা ভালো পারফর্ম করেছেন, তাদের নিয়ে গত দুই সপ্তাহ ধরে বিকেএসপিতে চলছে নারী এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প। বৃষ্টির কারণে অবশ্য অনুশীলনে সমস্যা হচ্ছে নারী ক্রিকেটারদের।


নাহিদা আরও বলেন, ‘এখানে আমরা অনেক দিন ধরে ক্যাম্প করছি। কয়েকটা ম্যাচও খেলেছি, যদিও অনেক বৃষ্টি ছিল। তারপরও যতটুকু হয়েছে, আমরা এটা মূল খেলায় কাজে লাগানোর চেষ্টা করব। প্রস্তুতি যে শতভাগ হয়েছে তা বলব না। সারা দেশে বৃষ্টি ছিল অনেক দিন ধরে। তার মধ্যে আমরা ইনডোরে অনুশীলন করেছি, বাইরে সুযোগ ছিল না।’



২০১৮ সালের নারী এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই স্মৃতি আবারও ফিরিয়ে আনতে হলে ভুলত্রুটি নিয়ে কাজ চালিয়ে যাওয়া আবশ্যক। আপাতত সেই চেষ্টাই করছেন নাহিদারা।


বাংলাদেশ নারী দলের সহ–অধিনায়ক আরও বলেন, ‘আমরা নিজেদের ভুলত্রুটিগুলো জানতে পেরেছি, বুঝেছি কী বিষয়ে কাজ করলে আরেকটু ভালো হয়। কোচ এগুলো নিয়ে কাজ করেছেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball