promotional_ad

ব্রুক-স্মিথের লড়াইয়ের পর পেসারদের দাপটে জয়ের পথে ইংল্যান্ড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও খাবি খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। মাঝে হ্যারি ব্রুক, জেমি স্মিথদের নৈপুণ্যে ৩৭১ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় দিনেই পরাজয়ের দ্বারপ্রান্তে সফরকারীরা। স্কোরবোর্ডে ৭৯ রান তুলতেই ছয় উইকেট হারিয়েছে দলটি। ইনিংস পরাজয় এড়াতে দলটির প্রয়োজন ১৭১ রান।


প্রথম দিনেই দুইশ'র (তিন উইকেটে ১৮৯) কাছাকাছি পৌঁছায় ইংল্যান্ড। এ দিন ইংলিশ ব্যাটাররা চেষ্টা করে লিড কত বাড়িয়ে নেয়া যায়। জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক এবং অভিষিক্ত জেমি স্মিথ- এই পাঁচ ব্যাটারই করেছেন হাফ সেঞ্চুরি।


ক্রলি ও পোপ আগের দিনই পান হাফ সেঞ্চুরি। এদিন বীরত্ব দেখা যায় রুট, ব্রুক এবং স্মিথের ব্যাটে। আগের দিন ৮৯ বলে সর্বোচ্চ ৭৬ রান করে যান ক্রলি। সেটি আর টপকাতে পারেননি কেউই। তরুণ ব্যাটার স্মিথ করেন ১১৯ বলে ৭০ রান।



promotional_ad

রুটের ব্যাটে আসে ১১৪ বলে ৬৮ রান। হ্যারি ব্রুক করেন ৬৪ বলে ৫০ রান করে। শেষদিকে ৪৩ বলে ২৩ রান করে স্মিথকে সঙ্গ দেয়ার চেষ্টা করেন ক্রিস ওকস। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ডের হয়ে এদিন সর্বোচ্চ রানের (৫২) জুটি গড়েন এই দুজন।


এ ছাড়া আগের দিন অপরাজিত থাকা রুট এবং ব্রুকের জুটি ভাগে স্কোরবোর্ডে ৯১ রান তোলার পর। ক্যারিবিয়ানদের হয়ে জেইডেন সিলস ৭৭ রান দিয়ে নেন চার উইকেট। দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার এবং গুড়াকেশ মোতি।


প্রথম ইনিংসেই ইংল্যান্ডের চেয়ে ২৫০ রান পিছিয়ে পড়ে ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও বিপদে পড়ে ক্যারিবিয়ানরা। জেমস অ্যান্ডারসন, বেন স্টোকস এবং প্রথম ইনিংসে সাত উইকেট নেয়া গাস অ্যাটকিনসনের তোপের মুখে পড়ে তারা।


জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে যান ক্রেইগ ব্র্যাথওয়েট। ২৬ বলে ৪ রান করেন তিনি। কার্ক ম্যাকেঞ্জি ব্যাট করতে নেমে কোনো রানই করতে পারেননি। ৯ বল খেলে বেন স্টোকসের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান তিনি।



এরপর অভিষিক্ত মিকাইল লুইসকে ফেরান স্টোকস। ৪৯ বলে ১৪ রান করে উইকেটরক্ষক স্মিথকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। দলীয় ৩৭ রানে কাভেম হজকে বোল্ড করে ফেরান অ্যাটকিনসন।


এরপর অ্যালিক আথানাজে এবং জেসন হোল্ডার প্রতিরোধ গড়ার চেষ্টা করেও কিছু করতে পারেননি। আথানাজে ৪৭ বলে ২২ এবং হোল্ডার ৫৯ বলে ২০ ফিরে যান। আথানাজেকে বিদায় করেন অ্যান্ডারসন। হোল্ডারের উইকেটটি নিয়ে দিনের খেলা শেষ করেন অ্যাটকিনসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball