promotional_ad

৬ মাস কঠিন সময় গেছে হার্দিকের, এটা তার প্রাপ্য ছিল না: ক্রুনাল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরটি ভালো যায়নি হার্দিক পান্ডিয়ার। এমনকি অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকেও এনে দিতে পারেননি সাফল্য। তার দল আসর শেষ করেছিল পয়েন্ট টেবিলের তলানিতে থেকে।


সেই সময় ঘরের মাঠ ওয়াংখেড়েতেও দুয়ো শুনতে হয়েছিল হার্দিককে। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সেই দুয়ো রূপ নিয়েছে প্রশংসায়। ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। এরপর তার ভাই ক্রুনাল পান্ডিয়া মনে করিয়ে দিয়েছেন তার ভাইও মানুষ।



promotional_ad

গত কয়েক মাস তাকে নানা বিদ্রুপের শিকার হতে হয়েছে। ২১৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিলেও তাকে কটাক্ষ করতে ছাড়েননি সমর্থকরা। সেই হার্দিকই এবার ভারতীয় দলের মধ্যমণি হয়েছিলেন। বিশ্বকাপে ব্যাট হাতে ৬ ইনিংসে ১৫১.৫৭ স্ট্রাইক রেটে ১৪৪ রানের পাশাপাশি। বল হাতে উইকেট নেন ১১টি।


তাকে প্রশংসায় ভাসাতে গিয়ে ক্রুনাল বলেছেন, 'হার্দিক ও আমার পেশাদার ক্রিকেট খেলা শুরুর প্রায় এক দশক হয়ে গেছে। গত কয়েকটা দিন ছিল রূপকথার মতো, যার স্বপ্ন আমরা দেখেছি। প্রত্যেক দেশবাসীর মতো আমিও আমাদের দলের বীরত্বের মধ্য দিয়ে সময় কাটিয়েছি। গত ছয় মাস ছিল হার্দিকের জন্য সবচেয়ে কঠিন। যেসবের মধ্য গিয়ে সে গিয়েছে, তা প্রাপ্য ছিল না তার।'


হার্দিকের মনোবলের প্রশংসা করে ক্রুনাল লিখেছেন, 'ভাই হিসেবে তার জন্য আমার খুব খারাপ লেগেছে। দুয়ো দেওয়া থেকে শুরু করে মানুষের সব ধরনের বাজে কথা বলা, দিন শেষে আমরা সবাই ভুলে গিয়েছিলাম যে, সেও একজন মানুষ, তারও আবেগ আছে। সে হাসিমুখে এই সবকিছুর মধ্য দিয়ে গেছে, যদিও আমি জানি তার পক্ষে তখন হাসি ধরে রাখা কতটা কঠিন ছিল।'



৬ বছর বয়স থেকেই ভারতের হয়ে খেলার স্বপ্ন ছিল হার্দিকের। এমনকি দলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেন এই অলরাউন্ডার। সেই স্বপ্ন এবার সত্য হয়েছে। কদিন আগেই টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকাতেও শীর্ষে উঠেছেন তিনি। ক্রুনাল মনে করেন অল্প সময়ের ক্যারিয়ারে হার্দিকের যা অর্জন তা অকল্পনীয়।


তিনি বলেন, 'ভারতের দীর্ঘ দিনের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সে তার হৃদয় দিয়ে খেলেছে। ৬ বছর বয়স থেকেই দেশের হয়ে খেলা এবং বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছে সে। আমি স্রেফ লোকদের মনে করিয়ে দিতে চাই যে, হার্দিক তার ক্যারিয়ারে এত অল্প সময়ের মধ্যে যা করেছে, তা অবিশ্বাস্য। জাতীয় দলের হয়ে তার প্রচেষ্টার কখনও কমতি ছিল না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball