promotional_ad

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন কোহলি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন কিনা তা ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়। যদিও বা শেষ পর্যন্ত ২০ ওভারের বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বিমান ধরেছিলেন তিনি। নিজের পছন্দের তিন কিংবা চার নয় কোহলি পুরো টুর্নামেন্ট খেললেন ওপেনার হিসেবে। নতুন জায়গায় থিতু হতে পারলেন না, ফাইনালের আগে সব ম্যাচ মিলিয়ে করলেন মোটে ৭৫ রান।


মুখ ফুটে কেউ না বললেও অনেকের মনে হয়ত তখন এমন প্রশ্ন উঁকি দিচ্ছিল কোহলি টি-টোয়েন্টি ছাড়বেন কবে। এমন পরিস্থিতিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালের আগে রোহিত শর্মা জানালেন, কোহলি হয়ত সবটা ফাইনালের জন্য জমা রেখেছেন। একই সুরে কথা বলেছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও। শেষ পর্যন্ত তাদের দুজনের কথাই সত্যি হয়েছে। ১৭ বছর পর ভারতের জেতা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সময়ের অন্যতম সেরা ব্যাটার খেলেছেন ৫৯ বলে ৭৬ রানের ইনিংস।



promotional_ad

আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার ডেথ ওভারে মাষ্টারক্লাস বোলিংয়ের পরও ম্যাচসেরার পুরস্কার হাতে উঠেছে কোহলি। ফাইনাল সেরার পুরস্কার নিতে গিয়ে নিশ্চিত করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার কথা। শুরুটা অবশ্য করেছিলেন এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে।


ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে কোহলি বলেন, ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটি আমরা অর্জন করতে চেয়েছি। একদিন আপনার মনে হবে রানই করতে পারছেন না, তারপরে কিছু ঘটবে। ঈশ্বর মহান। এবং যে দিন গুরুত্বপূর্ণ, আমি দলের কাজটি করেছি। এখন অথবা কখনোই নয়-ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি-সবটুকু কাজে লাগাতে চেয়েছি।’


সঞ্চালক হার্শা ভোগলে নিশ্চিত হতে চেয়েছিলেন আরও একটু। কোহলি তাতে যোগ করলেন এভাবে, ‘ট্রফিটা উঁচিয়ে ধরতে চেয়েছি। পরিস্থিতিকে সম্মান জানাতে চেয়েছি জোর করার চেয়ে। এটা (অবসর) “ওপেন সিক্রেট” ছিল, এখন পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার পালা। দুর্দান্ত কিছু খেলোয়াড় দলকে এগিয়ে নেবে এবং পতাকা উঁচু করে ধরবে।’



২০১০ সালের জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল কোহলি। ১৪ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ভারতের হয়ে ১২৫ ম্যাচ খেলেছেন তিনি। ৪৮.৬৮ গড় ও ১৩৭.০৪ স্ট্রাইক রেটে ৪ হাজার ১৮৮ রান করেছেন ভারতের সাবেক অধিনায়ক। একটা সেঞ্চুরির সঙ্গে ৩৮টা হাফ সেঞ্চুরি আছে কোহলির। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও আইপিএলে খেলবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball