promotional_ad

বাংলাদেশের অনুরোধ রাখল আফগানিস্তান, সিরিজ স্থগিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে কন্ডিশনের কথা বিবেচনা করে সিরিজটি স্থগিত করতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


শেষ পর্যন্ত দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে, আপাতত সিরিজ স্থগিত হলেও পরবর্তী সময়ে সিরিজটি খেলার ব্যাপারে আশাবাদি দুই দেশের বোর্ড।



promotional_ad

জুলাই-আগষ্টে ভারতের গ্রেটার নয়ডায় সিরিজ খেলার জন্য বিসিবিকে সূচির প্রস্তাব করেছিল আফগানিস্তান। অনানুষ্ঠানিক সূচি অনুযায়ী ২৫, ২৭ এবং ৩০ জুলাই হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২, ৪ এবং ৬ আগষ্ট টি-টোয়েন্টি সিরিজ খেলার সূচি জানানো হয় বিসিবিকে।


এমনটা জানানোর পরই বিসিবি সিরিজ স্থগিতের অনুরোধ করেছিল। বিসিবির জানিয়েছিল, ভারতের সেই সময়ের আবহাওয়া আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য উপযুক্ত নয়। জুন থেকে সেপ্টেম্বর বর্ষার মৌসুম হওয়ায় উপমহাদেশে এই সময়টাকে অফ সিজন হিসেবে বিবেচনা করা হয়। কারণ এসময়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। কন্ডিশনের পাশাপাশি ক্রিকেটারদের ওয়ার্কলোডের কথাও মাথায় রাখতে হচ্ছে বিসিবিকে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছে বাংলাদেশ।


সেখান থেকে দেশে ফেরার তিন সপ্তাহ পরই ভারতের বিমান ধরতে হবে সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তদের। সেখান থেকে ফিরে আগষ্টের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। যেখানে দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। পাকিস্তানের পর বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিপক্ষে। সেই সফরেও তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট খেলবেন সাকিবরা।



চলতি বছরে বাংলাদেশকে টেস্ট খেলতে হবে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ডিসেম্বর পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম ও সিলেটে তিনটি চারদিনের আন্তঃস্কোয়াড ম্যাচ খেলবেন মুমিনুল হকরা।


যার ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেললে লাল বলের অনেক ক্রিকেটারকে ভারতে খেলতে যেতে হত। এমনটা হলে ক্রিকেটারদের উপর চাপ বেড়ে যেত। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলতেও অনীহা দেখিয়েছিল বিসিবি। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও স্থগিত করল দুই দেশের ক্রিকেট বোর্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball