promotional_ad

সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে শান্ত বললেন, `আমরা হতাশ করেছি'

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জয়-পরাজয়ের হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোন আসরে এবারই প্রথম তিনটি ম্যাচে জয় পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সুপার এইটে ওঠার পর চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, সেরা আটে বাংলাদেশ যা পাবে তার সবটাই তাদের জন্য বোনাস। প্রধান কোচের কথা মতো বোনাস পাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।


হাতের মুঠোয় পেয়েও সেটা লুফে নিতে পারেননি সাকিব আল হাসানরা। আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মাঝে জিততে পারলেই প্রথমবারের মতো সেমিফাইনালে যেতে পারত বাংলাদেশ। অথচ সেই ম্যাচটা টাইগাররা হেরেছে ৮ রানে। এমন হারের পুরো দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, তারা সমর্থকদের হতাশ করেছেন।



promotional_ad

এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘বিশ্বকাপের পুরো যাত্রা সম্পর্কে বলব, আমরা দল হিসেবে বাংলাদেশের সব সমর্থককে হতাশ করেছি। যারা আমাদের খেলা অনুসরণ করেন, সবসময় অনুসরণ করেন তাদের লেট ডাউন করেছি। তো আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি (টিমের পক্ষ থেকে এপোলোজাইজ)।’


বিশ্বকাপের এবারের আসরে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বাংলাদেশের কেউ। বেশ কয়েকটি ম্যাচে ছোট ছোট ক্যামিও খেললেও ব্যাটিং ইউনিট হিসেবে বলার মতো কিছুই করতে পারেননি। বিশেষ করে লিটন দাস, তানজিদ হাসান তামিম, শান্ত ও সৌম্য সরকারদের নিয়ে গড়া টপ অর্ডার ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন। শান্ত নিজেও মনে করেন, ব্যাটিং ইউনিট হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারেননি তারা।


যদিও সামনে এগিয়ে যাওয়ার আশ্বাস দেখিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য আমরা সরি (উই ফিল সরি)। সামনের দিকে আমাদের এটাই চেষ্টা থাকবে, কীভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি।’



বিশ্বকাপের ইতিবাচক দিক নিয়ে শান্ত বলেন, ‘ইতিবাচক দিক অবশ্যই বোলাররা খুবই ভালো বোলিং করেছে। রিশাদ এরকম একটা টুর্নামেন্টে এসে সবগুলা ম্যাচে ভালো বোলিং করেছে। তো বেশ কিছু ইতিবাচক দিকও ছিল। তবে ব্যাটিং দিক থেকে আমরা সমর্থকদের হতাশ করেছি। দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি। তবে এতাও আমি বলতে চাই, চেষ্টার কমতি ছিল না। শতভাগ দিয়ে সবাই চেষ্টা করেছে। সবাই নিজের কাজে সৎ ছিল। তবে আমরা দিন শেষে আমরা পারিনি। তাই এটার জন্য দলের পক্ষ থেকে সরি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball