promotional_ad

আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে অস্ট্রেলিয়াকে জোর দিচ্ছেন খাওয়াজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়াও আমাদেরকে হালকাভাবে নেবে না: আফগানিস্তানের কোচ

৮ ঘন্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান দল, ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপে কয়েকদিন আগেই অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দেয় আফগানিস্তান। এমন কি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়েও অস্ট্রেলিয়ার চাইতে কিছুটা এগিয়ে আছে আফগানরা। রশিদ খানের দলের প্রশংসা করছেন উসমান খাওয়াজাও। অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনারের মতে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা উচিত অস্ট্রেলিয়ার।


গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে সেই সিরিজটি শেষ পর্যন্ত বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মূলত আফগানিস্তানের নারীদের ওপর সেই দেশে ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা থাকায় এই সিরিজগুলো বাতিল করে সিএ।



promotional_ad

এমন খবরে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছিলেন রশিদ। তবে নিজেদের শক্তি-সামর্থ্যের জানান ঠিকই দিতে থাকেন তারা। ওয়ানডে বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল আফগানরা। অবশ্য গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রানের সুবাদে ম্যাচটি জিতে যায় অজিরা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য হার এড়াতে পারেনি অজিরা।


আরো পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে বাধা নেই কুনেমানের

৬ ঘন্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে বাধা নেই ম্যাথু কুনেমানের, ফাইল ফটো

খাওয়াজা বলেন, 'ব্যক্তিগতভাবে আমি মনে করি আফগানিস্তানের সঙ্গে আমাদের খেলা উচিত। আমি উভয়দিকেই সহানুভূতিশীল। আফগানিস্তানে নারী ক্রিকেটের প্রসারের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থানের প্রতি আমি পুরোপুরি একমত। তবে এটার অন্য দিকও আছে। খেলাটির উন্নয়ন এবং প্রসারেরও প্রয়োজন আছে।'


বিশেষ করে রশিদ খানের হতাশ হয়ে যাওয়ার বিষয়টি একেবারেই মেনে নিতে পারছেন না খাওয়াজা। দ্রুতই এমন সমস্যার সমাধান চাচ্ছেন অস্ট্রেলিয়ার এই টেস্ট ওপেনার। আফগানিস্তানের মানুষকে ক্রিকেট থেকে বঞ্চিত করতে চান না তিনি।



রশিদ বলেন, 'এ নিয়ে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া একটি দ্বিপাক্ষিক সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। আমি রশিদ খানের সাথে কথা বলেছি। সে খুবই হতাশ ছিল কেননা আফগানিস্তানের মানুষ ক্রিকেট ভালোবাসে। তারা অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়াটা বিশাল একটা ব্যাপার ছিল। এখন তারা আর সেটা দেখবে না। এটা মানুষকে আঘাত দিয়েছে। মানুষও সরকার থেকে দূরে সরে গেছে।'


'ক্রিকেটে কিছু বিষয় কারো নিয়ন্ত্রণে নেই। এটা নিয়ে আমরা কিছুই করতে পারি না। কিছু করতে পারলে ভালো হতো। এটার সমাধান হলেই ভালো হতো, খুশি হতাম। আমার জানা নেই এর সমাধান আসলে কি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball