promotional_ad

বাংলাদেশের বিপক্ষে রানে ফিরবেন কোহলি, বিশ্বাস লারার

সংগৃহীত
promotional_ad
|| ডেস্ক রিপোর্ট ||
 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ এক মৌসুম কাটিয়েছিলেন বিরাট কোহলি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হয়ে আসর শেষ করেছিলেন তিনি। এরপর কয়েকদিনের বিরতি দিয়ে কোহলি উড়াল দেন যুক্তরাস্ট্রে, বিশ্বকাপ খেলতে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতীয় এই ব্যাটার। 
 
বিশ্বকাপে এখন পর্যন্ত হাসেনি কোহলির ব্যাট। চার ম্যাচ খেলে একবারও ছুঁতে পারেননি ত্রিশ। ফলে দারুণ একটি আইপিএল মৌসুম কাটানোর পর বিশ্ব মঞ্চে তার এমন পড়তি ফর্ম নিয়ে চারদিকে চলছে আলোচনা-সমালোচনা। তবে কোহলির ফর্ম নিয়ে ভাবনার কিছু দেখছেন না ব্রায়ান লারা। 
 
সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ক্যারিবিয়ান এই কিংবদন্তী। তার বিশ্বাস, খুব দ্রুতই রানে ফিরবেন ভারতের তারকা ব্যাটসম্যান। এমনকি লারা মনে করেন, বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের ম্যাচেই রানে ফিরতে পারেন কোহলি। 
 
কোহলি এখন পর্যন্ত নবার আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। আফগানিস্তানের বিপক্ষে ভালো শুরু পেয়েও রশিদ খানকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি। যদিও ২৪ রান করতে তিনি খেলেন ২৪ বল। আবার
অনেকে ধারণা করছিলেন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হয়তো বড় ইনিংসের দেখা পাবেন কোহলি।
 
এসবের মাঝে স্টার স্পোর্টসের আলোচনায় ব্রায়ান লারা জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে আধা ঘন্টার বেশি সময় উইকেটে থাকাটা আত্মবিশ্বাস বাড়াবে কোহলির। তিনি বলেন, '২৪ বলে ২৪ রান, বলতে পারেন দারুণ কিছু নয়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে উইকেটে কিছুটা সময় কাটিয়েছে। ভারত এই ট্রফি জয়ের আরও এক ধাপ কাছে এসেছে। '
 
'আমার বিশ্বাস, ভিরাট কোহলি ক্যারিবিয়ানে সময়ের সঙ্গে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এখন সে অ্যান্টিগায় যাচ্ছে, ধীরে ধীরে সে রান পাবে। যখন সে পুরোদমে ছন্দ পাবে, তখন গল্পটা ভিন্ন হবে। আমাদের কেবল তাকে নিয়ে খুব ধৈর্য ধরতে হবে, বিশ্বকাপে এখনও কয়েকটি ম্যাচ বাকি আছে, আমরা তার থেকে অনেক কিছু দেখতে পাব।'
 
২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। ৯৮.৬৬ গড় ও ১৩৬.৪০ স্ট্রাইক রেটে করেছিলেন ২৯৬ রান। ৬ ইনিংসের চারটিতেই করেছিলেন ফিফটি।

আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রানের জয়ে সুপার এইটে যাত্রা শুরু করেছে ভারত। তাদের পরের ম্যাচ অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে, শনিবার। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে সোমবার সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে রোহিত শার্মার দল।



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball