promotional_ad

শেষটা ভালো হলে ১৬০-১৭০ হতে পারত: শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে হারের পেছনে বড় কারণ হিসেবে স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না তুলতে পারাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


আগে ব্যাট করে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৪০ রান। নাগালে লক্ষ্য পেয়ে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ওপেনিং জুটিতেই তারা তোলেন ৬৫ রান। এরপর অস্ট্রেলিয়ার জয় পাওয়া ছিল সময়ের ব্যাপার। 



promotional_ad

মিচেল মার্শ বেশক্ষণ টিকতে না পারলেও ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে এগিয়ে রেখেছিলেন আগেই। ১১.২ ওভারের পর বৃষ্টির কারণে ম্যাচ আর মাঠে না গড়ালে স্বস্তির জয় পেয়ে যায় অজিরা। স্কোরবোর্ডে অন্তুত ১৬০-১৭০ রান হলে লড়াই করার সুযোগ ছিল বলে মনে করেন শান্ত।


ম্যাচের পর তিনি বলেছেন, 'খেলোয়াড় হিসেবে আমাদের সব ধরনের উইকেটে মানিয়ে নিতে হবে। আজকের উইকেট তো ভালোই ছিল। আমরা নতুন বলে, বিশেষ করে পাওয়ারপ্লেটা কাজে লাগাতে পারিনি। শেষ ৫-৬ ওভারেও ভালো ফিনিশিং পাইনি। তখন অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছি। শেষটা ভালো হলেও হয়ত ১৬০-১৭০ রানের মতো হতে পারত।'

মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে তানজিদ হাসানকে হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। এরপর লিটন দাস ও শান্ত ইনিংস টানলেও তারা খুবই ধীরে খেলেছেন। ফলে বড় রানের সুযোগ হারায় বাংলাদেশ। শান্ত জানিয়েছেন শুরুতে ধরে খেলার পরিকল্পনা ছিল তাদের।


তিনি যোগ করেন, 'শুরুর দিকে একটু দেখে খেলারই পরিকল্পনা ছিল। আগের ম্যাচগুলোতেও ওরকম ভালো শুরু পাচ্ছিলাম না। ৬ ওভার কীভাবে উইকেট হাতে রেখে শেষ করতে পারি এই পরিকল্পনা ছিল। আমাদের পরিকল্পনা অনুযায়ী শেষ করতে পেরেছি।'



অবশ্য একটু আক্ষেপও আছে শান্তর। তিনি মনে করেন ১৭-১৮তম ওভার পর্যন্ত খেলতে পারলে দলের সংগ্রহ আরও বাড়িতে নিতে পারতেন তিনি। আক্ষেপের সুরে তিনি বলেন, 'আরেকটু ভালো হতে পারত, তবে আমরা খুশি ছিলাম। আমি যখন আউট হয়েছি, আউট না হয়ে যদি ১৭-১৮ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম তাহলে হয়ত ১৬০-১৭০ এর কাছাকাছি যেতে পারত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball