promotional_ad

নাগালে পেলে বুমরাহ-সিরাজদের ছাড় দেবেন না গুরবাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো উড়ছে আফগানিস্তান। তিন ম্যাচ জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে তারা। দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারতকে। এই ম্যাচের আগে ভারতের বোলারদের হুমকি দিয়ে রেখেছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।


ম্যাচের আগে তিনি জানিয়েছেন এই ম্যাচে জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়া কাউকেই ছাড় দেবেন না তিনি। নিজের নাগালে বল পেলেই মাঠের বাইরে পাঠাবেন। বেশি আক্রমণাত্মক হতে গিয়ে আউট হয়ে ফিরে গেলেও কোনো আক্ষেপ থাকবে না তারা।



promotional_ad

এ প্রসঙ্গে আইসিসির এক ভিডিওতে গুরবাজ বলেছেন, ‘সত্যি বলতে শুধু বুমরাহকে নয়, আমি ভারতের ৫ জন বোলারকেই টার্গেট করতে চাই। কারণ তাদের সবাইকেই আমার খেলতে হবে। যেকোন বোলারই আমাকে আউট করতে পারে। কিন্তু হ্যা, আমি যদি সুযোগ পাই, অবশ্যই তার বল আমি মারার চেষ্টা করবো। বুমরাহ, আর্শদ্বীপ কিংবা সিরাজ, যেই বল করুক না কেনো, আমার সীমানায় বল করলে আমি হয় মারবো, নয়তো আউট হয়ে ফিরে যাবো।’


চলতি বিশ্বকাপে ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন গুরবাজ। ৪ ম্যাচে ১৬৭ রান নিয়ে গ্রুপ পর্বের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গুরবাজ। সেই আত্মবিশ্বাসী সুপার এইটে কাজে লাগাতে চান তিনি। আগে শুধু অংশগ্রহণের জন্য বিশ্বকাপে খেললেও এখন আফগানরা শিরোপার জন্যই খেলে সেটাও মনে করিয়ে দিয়েছেন।


এই ওপেনার যোগ করেন, ‘অতীতে আমাদের চিন্তা ছিলো, টুর্নামেন্টে শুধু অংশগ্রহণ করবো। কিন্তু আমাদের চিন্তাধারা বদলেছে। আমরা শিরোপার জন্য খেলি। আমাদের উপর বাড়তি কোন চাপ নেই। আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে মাঠে নামি। আমাদের বর্তমান লক্ষ্য ম্যাচ জিতা এবং সেমি ফাইনালে যাওয়া। তারপর ফাইনাল নিয়ে ভাববো।’



সুপার এইটে আফগানিস্তানের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। সেমি ফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই রশিদ খানের দলের সামনে। আফগানিস্তানের সুপার এইটে যাওয়াই বড় চমক ছিল এবারের বিশ্বকাপের। তারা সেমি ফাইনালে জায়গা করে নিতে পারলে সেটা হবে আরও বড় চমক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball