promotional_ad

বাংলাদেশের বিপক্ষে বল হাতে ফিরছেন মার্শ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন মিচেল মার্শ। এরপর মাঠে ফিরলেও বল হাতে দেখা যায়নি তাকে। এখন তিনি অনেকটাই সুস্থ। বোলিং করতেও কোনো বাধা নেই বলে জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।


শুক্রবার ভোরে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। এই ম্যাচেই বল হাতে দেখা যাবে তাকে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। তবে অজিদের গোছানো আক্রমণে বোলিংয়ের সুযোগ পাবেন কিনা তা নিয়েই সন্দিহান দলটির অধিনায়ক।



promotional_ad

এ প্রসঙ্গে মার্শ বলেছেন, 'আমি বোলিংয়ের জন্য তৈরি থাকব। তবে আমাদের যে লাইন-আপ, তাতে আমার মনে হয় না আমাকে বোলিং করতে হবে। তবে এই সংস্করণে বিকল্প থাকা খুবই জরুরি। আমরা ভাগ্যবান যে আমাদের অনেকগুলো বিকল্প আছে।'


অস্ট্রেলিয়া দলে আছে একাধিক অলরাউন্ডার। পেস বোলিংয়ে মার্কাস স্টইনিস ও স্পিনে গ্লেন ম্যাক্সওয়েল দলের মূল বোলারদের সহায়তা করছেন। স্কটল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১২ ওভার স্পিন আক্রমণ চালু রেখেছিল অস্ট্রেলিয়া। মূলত জশ হ্যাজেলউড-প্যাট কামিন্সরা বিশ্রামে থাকায় স্পিনারদের ওপর বাড়তি চাপ পড়েছিল।


মার্শের বিশ্বাস তিনি বোলিংয়ে ফিরলে অস্ট্রেলিয়া দলের পেস বোলিং আক্রমণ আরও সমৃদ্ধ হবে। শারীরিকভাবে এখন বেশ ভালো অনুভব করছে বলে জানালেন তিনি। সেই সঙ্গে নিজেকে এখনও অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেন মার্শ। তাই দলের প্রয়োজনে বল হাতেও পারফর্ম করতে মুখিয়ে আছেন তিনি।



নিজের শারীরিক অবস্থার কথা খোলাসা করে অজি অধিনায়ক বলেন, 'শারীরিক দিক থেকে ভালো অনুভব করছি। বোলিং থেকে বিরতি পাওয়া সবসময়ই ভালো। আমি প্রায়ই এটি নিয়ে মজা করি। তবে আমি আর স্টয়নিস নিয়মিতই নিজেদেরকে অলরাউন্ডার হিসেবে ধরে কথা বলি। আমরা খেলায় সম্পৃক্ত থাকতে ভালোবাসি।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball